রবিবারও নিষ্পত্তি ৮৩টি মামলার
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রবিবারের মেগা লোক আদালত জলপাইগুড়িতে।—নিজস্ব চিত্র |
জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে জলপাইগুড়ি জেলা আদালতে রবিবার ‘মেগা’ লোক আদালতের চারটি বেঞ্চে ৮৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে মেগা আদালতের এজলাশ বসে। বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতেই এই উদ্যোগ বলে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সূত্রে জানানো হয়েছে। জেলা আদালতের মোট চারটি বেঞ্চে তিনজন করে মোট ১২ জন বিচারক ছিলেন। ফৌজদারী, মামলা-সহ বিভিন্ন অর্থ সম্পর্কিত মামলাও শোনা হয়। ২০১০ সালে জলপাইগুড়ির উপকণ্ঠে তোড়লপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছিল স্কুল ছাত্রী কবিতা রায়ের(১৫)। রবিবার লোক আদালতে ক্ষতিপূরণের মামলায় কবিতার পরিবারের হাতে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “জমে থাকা মামলার দ্রুত নিস্পত্তির জন্যে এই প্রথম জলপাইগুড়ি শহরে এই আদালতের আয়োজন করা হয়েছে।” জেলার সরকারি অভিশংসক গৌতম দাস বলেন, “ই ধরণের উদ্যোগ মানুষকে বিচারবিভাগের প্রতি আরও আস্থাশীল করবে।” এ দিনের লোক আদালতে আটশোর বেশি মামলার বিচার হয়।
|
৩০শে শুরু ক্রিকেট শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে শুরু হতে চলেছে সিএবি পরিচালিত গ্রীষ্মকালীন ক্রিকেট প্রশিক্ষণ শিবির। আগামী ৩০ মে থেকে সারা রাজ্যের সঙ্গেই শিলিগুড়িতে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ পর্যায়ের এই শিবির। এই শিবির পরিচালনা করতে শহরে আসবেন ক্রিকেটার কাঞ্চন মাইতি। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন অচিন্ত্য ঘোষ। সিএবি সূত্রে জানানো হয়েছে, আগামী ১২ জুন পর্যন্ত শিবির চলবে। মহকুমা ক্রীড়া পরিষদ সচিব অরূপরতন ঘোষ বলেন, “প্রত্যন্ত এলাকার খেলোয়াড়দের দিকে বিশেষ নজর দেওয়া হবে।” |