প্রশিক্ষণ শিবির নিয়ে আন্দোলনের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিক্ষক প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না-নেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামার হুমকি দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। রবিবার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, শিলিগুড়ির ৫৬৩ জন শিক্ষক-শিক্ষিকার ২ বছর এবং ১ বছরের প্রশিক্ষণের কেন্দ্র দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া হয়। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয় কালিম্পংয়ে প্রশিক্ষণ কেন্দ্রে ৯৩ জন শিক্ষকের ভর্তি নিয়ে সমস্যা রয়েছে। ওই প্রার্থীরা-সহ ১০০ জনকে কালিম্পঙের বদলে শিলিগুড়িতেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শনিবার রাতে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ দিন শিক্ষক-শিক্ষিকাদের অনেকেই শিবমন্দিরে বিএড কলেজে ভর্তির জন্য গেলে কর্তৃপক্ষ তাঁদের ফিরিয়ে দেন বলে অভিযোগ। কর্তৃপক্ষের দাবি, তাঁদের কাছে সরকারি ভাবে লিখিত কোন নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা ভর্তি করাতে পারছেন না। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “ওই সমস্যা মিটে যাবে। সোমবারই রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে লিখিত নির্দেশ পৌঁছবে। তাহলেই তাঁরা শিবমন্দিরে প্রশিক্ষণ নিতে পারবেন। বাকিদের বিষয়টি দেখা হচ্ছে।”
তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা তপন কুণ্ডু জানান, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বিষয়টি নিয়ে বৈঠক করেন। কলকাতায় তিনি পর্ষদ সভাপতি ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। তার পরে ১০০ জনকে শিবমন্দিরে প্রশিক্ষণের ব্যবস্থা হয়। তিনি বলেন, “মন্ত্রীর উদ্যোগের জন্য ধন্যবাদ। কিন্তু তার পরে যা ঘটল তা মানা যায় না। পাহাড়ে প্রশিক্ষণ নিতে যাওয়ার ক্ষেত্রে বাকি শিক্ষকদের মধ্যে অন্তত ২৫০ জনের অসুবিধে রয়েছে। তাদের বিষয়ে বিবেচনার দাবি জানিয়েছি। না হলে আন্দোলন হবে।” |