টুকরো খবর |
স্ত্রীকে মারধর, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দ্বিতীয় বিয়েতে আপত্তি করায় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। শশাঙ্ক শেখর গায়েন নামে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি খেজুরির কার্তিকখালি গ্রামে। সম্প্রতি শশাঙ্কবাবু মণ্ডমারী গ্রামের এক কিশোরীকে বিয়ের ইচ্ছা প্রকাশ করলে স্ত্রী মৌমিতা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে শশাঙ্কবাবু তাঁকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। মৌমিতাদেবী খেজুরি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ শনিবার শশাঙ্কবাবুকে গ্রেফতার করে কাঁথি আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
|
সাহায্য সৌগতাকে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আর্থিক অনটন যাতে সৌগতার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় যোগ দেওয়ার পথে বাধা না হয় তার জন্য এগিয়ে এল স্কুল। কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী সৌগতা জানার পাশে দাঁড়াল স্কুলের সহপাঠী থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। শনিবার বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সৌগতাকে ২৫ হাজার টাকা তুলে দেন প্রধান শিক্ষিকা মনীষা সরকার। কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সৌগতা গত এপ্রিলে বেঙ্গালুরুতে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বিভাগে জাতীয় সেরা হয়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম মদন দাস (৫৬)। তাঁর বাড়ি খঞ্চি গ্রামে। স্থানীয় নারিকেলদা বাজারে তাঁর তেলেভাজার দোকান রয়েছে। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ দোকানে আসার জন্য জাতীয় সড়ক পার হচ্ছিলেন মদনবাবু। সেই সময় একটি ট্রাক মদনবাবুর সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ট্রাকটি পলাতক।
|
সুদীপ্ত স্মরণে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুকে সুদীপ্ত স্মরণ। ছবি: পার্থপ্রতিম দাস। |
কলকাতায় আইন অমান্য আন্দোলনে মৃত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে সভা হল তমলুকে। রবিবার বিকেলে তমলুক শহরের মানিকতলায় সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়ে সুদীপ্তের স্মৃতিচারণ করেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস, কাঁথির প্রাক্তন সিপিএম সাংসদ প্রশান্ত প্রধান, সংগঠনের জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়ক প্রমুখ। সভায় সুদীপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানোর প্রস্তাব গৃহীত হয়।
|
শ্লীলতাহানির নালিশ
নিজস্ব সংবাদদাতা • নন্দীগ্রাম |
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। নন্দীগ্রামের সোনাচূড়ার ঘটনা। অভিযোগ, গত শুক্রবার ভোরে প্রতিবেশী সুকুমার রায় মদ্যপ অবস্থায় ওই নাবালিকার শ্লীলতাহানি করে। রবিবার নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। |
|