টুকরো খবর |
ছাড়া পেলেন সুভাষময় ঘোষ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শর্ত সাপেক্ষে জামিন পেলেন মেদিনীপুরের প্রাক্তন উপপুরপ্রধান সুভাষময় ঘোষ। শনিবার সকালে তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন। মেদিনীপুরে জলের পাইপ লাইন সংযোগের জন্য সই জাল কাণ্ডে নাম জড়িয়েছে সুভাষবাবুর। পুর-কর্তৃপক্ষ যে চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তার মধ্যে ছিলেন সুভাষবাবু ও তাঁর স্ত্রী তথা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা ঘোষ। গত মার্চ মাসে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই দু’জন। হাইকোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করে দিলে দু’জনে মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেন। জেল হেফাজত হয়। পরে মেদিনীপুর আদালত থেকে জামিন পান কৃষ্ণাদেবী। সুভাষবাবুর জামিনের আবেদন খারিজ হলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার হাইকোর্ট জামিনের আবেদন মঞ্জুর করে। প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছনোর পর শনিবার সকালে তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পান। তবে, শর্ত হল মেদিনীপুর শহরে থাকতে পারবেন না তিনি। যে এলাকায় থাকবেন, সেখানের থানায় সপ্তাহে দু’বার হাজিরা দেওয়ার নির্দেশও রয়েছে।
|
গোয়ালতোড়ে প্রতিনিধিদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এলাকার সার্বিক উন্নয়নে ঠিক কী কী প্রয়োজন, স্থানীয় মানুষের সমস্যা কীএ সব খতিয়ে দেখতে গোয়ালতোড়ের দু’টি প্রত্যন্ত এলাকা পরিদর্শন করল জেলা প্রশাসনের একটি দল। দলে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি, জেলার লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক ম্যানেজার সমরেন্দ্র সন্নিগ্রাহী প্রমুখ। শনিবার সকালে প্রতিনিধিদলটি গোয়াতোড়ে পৌঁছে মাকলি এবং জগারডাঙা এলাকা দু’টি ঘুরে দেখে। আচমকা এই পরিদর্শনের নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রতিনিধি দলের বক্তব্য, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই পরিদর্শন। এ দিন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে পেয়ে গ্রামবাসীরাও নিজেদের সুবিধা-অসুবিধার কথা বলে। কৃষিনির্ভর এই এলাকার বাসিন্দারা জানান, হিমঘর না থাকায় সব্জি মজুত করা যায় না। ফলে সমস্যা হয়। গ্রামের পাশে শিলাবতী নদীতে কাঠের সেতু তৈরির দাবিও জানান গ্রামবাসী। কাছাকাছি ব্যাঙ্ক না থাকায় সমস্যা হয় বলেও জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদল।
|
দলের মধ্যে মতবিরোধ মেটাতে তৃণমূলের সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লালগড়, ডেবরা, সবং, কেশপুরদলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে রাজ্য নেতৃত্বের কাছে চিঠি যাচ্ছে একের পর এক। এই পরিস্থিতিতে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে বৈঠক ডেকে ব্লক নেতৃত্বকে সতর্ক করলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বার্তা স্পষ্ট, দলীয় স্তরে কোনও মতবিরোধ থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে, না হলে জেলা নেতৃত্বকে জানাতে হবে। কোনও ভাবে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া যাবে না, প্রকাশ্যে মতবিরোধ নিয়ে আলোচনা করা যাবে না। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “দলের অন্দরের কিছু চিঠি প্রকাশ্যে এসেছে। স্থানীয় স্তরে বৈঠকে বসুন। কিন্তু প্রকাশ্যে আলোচনা করা বা চিঠি দেওয়া চলবে না।” রবিবারের এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা সভাপতি দীনেন রায় প্রমুখ। সভা শুরু হয় দুপুর ২টোয়। মনোমালিন্য ভুলে দ্বিতীয় বর্ষপূর্তিতে তৃণমূল সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি বামেদের ব্যর্থতার কথা প্রচার করতে বলা হয় নেতাদের।
|
মুম্বইয়ের কিশোরী উদ্ধার খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর স্টেশন থেকে মুম্বইয়ের এক কিশোরীকে উদ্ধার করল রেল পুলিশ। কিশোরীর নাম শিফা খলিফা। বাড়ি মুম্বইয়ের থানের গোম্মিলবাজারে। বর্ধমানের মন্তেশ্বর থানার খরমপুরের বাসিন্দা হাসিম মণ্ডলের সঙ্গে পালিয়ে এসেছিল সে। মুম্বইয়ের জরির কারিগর হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিফাকে ফুঁসলিয়ে এনেছিলেন হাসিম। রবিবার খড়্গপুর স্টেশনে ওই কিশোরী জানতে পারে, হাসিম বিবাহিত। সেই নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হওয়ার সময় সন্দেহ হয় রেল পুলিশের। শিফার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে রেল পুলিশ।
|
মোটর বাইক চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করল খড়্গপুর থানার পুলিশ। গত ১৫ মে মালঞ্চ এলাকা থেকে অবিনাশ জৈন নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। পর দিন অভিযোগ দায়ের হয়। তারপরেই খড়্গপুরের নিমপুরা থেকে পি অনিলকুমারকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় মোটর বাইকটিও। পুলিশের অনুমান ছিনতাই চক্রে একাধিক লোক জড়িত।
|
শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হীরেন্দ্রনাথ আদক। মেদিনীপুর সদর ব্লকের মুন্সীপাটনার ঘটনা। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
বাৎসরিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
চার দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করল মোহনপুর থানা এলাকার সাউটিয়া সবুজ সঙ্ঘ। বিভিন্ন দিনে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, দুস্থ পড়ুয়াদের পাঠ্যপুস্তক ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।
|
মিছিল তৃণমূলের |
দ্বিতীয় বর্ষপূর্তি, বড়কোলায় তৃণমূলের মিছিল |
সরকারের দু’বছর পূর্তি এবং তার সাফল্য প্রচারে খড়্গপুর লোকাল থানা এলাকার বড়কোলায় মিছিল করল তৃণমূল। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, খড়্গপুর গ্রামীণ ব্লক যুব তৃণমূল সভাপতি দেবাশিষ ভুঁইয়া ও অন্যান্যরা। |
|