|
|
|
|
সমবায়ে জয় তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে নিরঙ্কুশ ভাবে জিতল তৃণমূল।
এর আগে মনোনয়নপত্র জমার সময় তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছিলেন ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান তথা ফরওয়ার্ড ব্লকের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক গোপাল মাইতি। তৃণমূল ১২টি আসনে প্রার্থী দিলেও গোপালবাবু-সহ বামেরা মাত্র ৩টি আসনে প্রার্থী দেয়। ফলে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯টি আসনে জয়ী হয়। বাকি তিনটি আসনে রবিবার ভোট হয় শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে নোনাকুড়ি বাজারের কাছে বল্লুক হাইস্কুলে। গণনায় দেখা যায় ৫৬১টি ভোটের মধ্যে ৩৫২টি ভোট পড়েছে। তিনটি আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রভাবিত প্রার্থীরা।
যদিও গোপাল মাইতির অভিযোগ, “আমাদের মনোনয়নপত্র তুলতে ও জমা দিতে বাধা দিয়েছিল তৃণমূল। এদিন আমাদের ভোটারদের বাধা দিয়েছে। নন্দকুমার ব্লকের বহরমপুর কৃষি সমবায় সমিতির সভাপতি অমলেন্দু মাইতিকে হেনস্থা করলে তিনি ফিরে আসেন।” নন্দকুমার ব্লক কংগ্রেস সভাপতি মদন জানারও অভিযোগ, “তৃণমূলের লোকজন আটকে প্রতিনিধি পরিচয়পত্র কেড়ে নিয়েছে।” তৃণমূলের তমলুক শহর সভাপতি দিব্যেন্দু রায় অবশ্য বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “অধিকাংশ আসনে বামফ্রন্ট প্রার্থী দিতে পারেনি। আমাদের প্রার্থীরা বিপুল সমর্থনে জয়লাভ করেছে। অভিযোগ ভিত্তিহীন।” |
|
|
|
|
|