|
|
|
|
৯টি মনোনয়ন বাতিল, কিছু প্রত্যাহার আজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কিছু মনোনয়ন পত্র বাতিল হল। কিছু মনোনয়ন পত্র আজ, সোমবার প্রত্যাহার হতে পারে। বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোটে তৃণমূলের অঙ্ক আরও জটিল হয়ে উঠছে।
আগামী ২ জুন কেশপুরে এই সমবায় ব্যাঙ্কের ভোট হওয়ার কথা। যত দিন গড়িয়েছে, ১২টি পদে নির্বাচনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততই সামনে এসেছে। জমা পড়া ৩১টি মনোনয়ন পত্রের মধ্যে ২২টিই তৃণমূল সমর্থকদের। অর্থাৎ বেশ কিছু আসনে তৃণমূলের নিজেদের মধ্যেই লড়াই হতে চলেছে। লড়াইটা মূলত শুভেন্দু অধিকারী ও মুকুল রায় গোষ্ঠীর অনুগামীদের মধ্যে। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে দফায় দফায় বৈঠক করে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল মেটানোর চেষ্টা করা হয়েছিল। যদিও রফাসূত্র মেলেনি। শুভেন্দু নিজেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সূত্রে খবর, দ্বন্দ্ব এড়াতে সোমবার কিছু প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারে।
এ দিকে, শনিবার মনোনয়ন পত্র পরীক্ষা করার পরে যেগুলি বাতিল হয়েছে, সেগুলি সবই তৃণমূল সমর্থকদের। অন্য দিকে, চারটি আসনে অন্য কোনও প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেওয়ায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে। জয়ীদের মধ্যে তিন জন তৃণমূল সমর্থিত, একজন সিপিএমের। জেলার এআরসিএস তথা অ্যাসিস্ট্যান্ট রিটানিং অফিসার মদনমোহন ঘোষ বলেন, “মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য সোমবার নির্দিষ্ট রয়েছে। তারপরই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।” |
|
|
|
|
|