|
|
|
|
বর্ষপূর্তি ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলীয় সমাবেশের আয়োজন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এল পাঁশকুড়ায়। যুযুধান দু’গোষ্ঠীর একদিকে রয়েছেন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ওমর আলি, পাঁশকুড়ার উপ-পুরপ্রধান নন্দ মিশ্র, কাউন্সিলর আনিসুর রহমান। অন্য দিকে আছেন পাঁশকুড়া ১ ব্লক সভাপতি দীপ্তিকুমার জানা, পুরপ্রধান জাকিউর রহমান খান, জাইদুল খানরা।
পাঁশকুড়া পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যানারে শনিবার বিকেলে পাঁশকুড়া স্টেশন বাজারের পুরনো বাসস্ট্যান্ডে ‘মহা সমাবেশ’ করে ওমর আলি গোষ্ঠীর লোকজন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী নুরে আলম চৌধুরী, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, রামনগরের বিধায়ক অখিল গিরি, পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর প্রমুখ। যাঁদের মধ্যে অধিকাংশই অধিকারী পরিবারের ‘বিরোধী’ বলে পরিচিত জেলায়। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়ে ওমর আলি সভায় বলেন, “আমাদের দলের একাংশ এই সভাকে বানচাল করার চেষ্টা করেছে। সভায় আসার জন্য ব্লক নেতৃত্বকে আমন্ত্রণ জানালেও তাঁরা আসেননি।” আর এক ধাপ এগিয়ে তিনি বলেই দেন, “দলের জেলা সভাপতি শিশির অধিকারীকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। কেন এলেন না জানি না।”
তৃণমূলের জেলা সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী জবাবে বলেন, “আমি কেন গেলাম না, সেটা দলের আভ্যন্তরীণ বিষয়। তবে, কিছু লোকের বড় হওয়ার ইচ্ছে আছে। তারা নিজেদের জাহির করতেই এ সব করছে।”
এ দিকে তৃণমূলের পাঁশকুড়া ১ ব্লক সভাপতি দীপ্তিকুমার জানার গোষ্ঠী ওই একই স্থানে আগামী ২৩ মে ফের কেন্দ্রীয় সভার ডাক দিয়েছে। সেখানে তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে খবর। অন্দরের খবর, দীপ্তিবাবু গত ১৫ মে চিঠি দিয়ে ওমরবাবুকে ১৮ মে-র সভা স্থগিত করতে বলেছিলেন। ওমর আলি পাল্টা চিঠি পাঠিয়ে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন সে দিনই। ওই সভাকে ‘দলবিরোধী’ দাবি করে দীপ্তিকুমার জানা বলেন, “দলের অনুমতি ছাড়াই ওই সভা হয়েছিল। জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।”
উল্লেখ্য, কয়েক মাস আগেই পাঁশকুড়ায় সরকারি ফুলবাজার নিয়ে পুরপ্রধান জাকিউর রহমান খানের সঙ্গে তৃণমূল কাউন্সিলর আনিসুর রহমানের কোন্দল প্রকাশ্যে এসেছিল। সরকারি ফুলবাজারের পাল্টা বেসরকারি ফুলবাজার চালু করেছিলেন আনিসুর রহমান। আর এখন পুরপ্রধান জাকিউর রহমান খান, দলের ব্লক সভাপতি দীপ্তিকুমার জানার সঙ্গে উপ-পুরপ্রধান নন্দ মিশ্র, আনিসুর রহমান গোষ্ঠীর লড়াই চলছে। |
|
|
|
|
|