ক্লে কোর্টের রাজপুত্র ফের মৃগয়ায়
বিশ্ব টেনিস কি আবার রাফা বনাম রজার গ্রহে ফিরছে? জকোভিচ, মারে-রা কি ফের উপগ্রহে পরিণত হতে চলেছেন? বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর জকোভিচ পরপর দুটো মাস্টার্সে সেমিফাইনালের আগেই পরাজিত। বিশ্বের দু’নম্বর অ্যান্ডি মারে চোটের ধাক্কায় ফরাসি ওপেনে অনিশ্চিত। এই অবস্থায় ক্লে কোর্ট গ্র্যান্ড স্লাম শুরুর সাত দিন মাত্র আগে রোম মাস্টার্স ফাইনালে ফের সেই রাফা বনাম রজার লড়াই। আর বিশ্ব টেনিসের সর্বকালের অন্যতম সেরা গ্রেট রাইভ্যালরি-তে রাফায়েল নাদাল রবিবার রজার ফেডেরারকে ৬-১, ৬-৩ হারিয়ে বুঝিয়ে দিলেন, তাঁকে পায়ের নানাবিধ চোটে সাত মাস পেশাদার সার্কিটের বাইরে কাটাতে হলেও ক্লে কোর্ট সম্রাট এখনও তিনিই। পরপর তিন সপ্তাহে বার্সেলোনা, মাদ্রিদ আর রোমে চ্যাম্পিয়ন হয়ে আবার মৃগয়ায় ক্লে কোর্টের রাজপুত্র।
নাদালের ৫৬তম খেতাবের মধ্যে ৪২টাই ক্লে কোর্টে জেতা। আর এ দিন ২৪তম মাস্টার্স খেতাব জিতে নিজের বিশ্বরেকর্ডকে আরও উন্নত করলেন তিনি। ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরারের সঙ্গে ১১ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদালের গ্রেট রাইভ্যালরিতে রাফা এগিয়ে গেলেন ২০-১০। শুধু ক্লে কোর্টের যুদ্ধে তিনি এগিয়ে ১৩-২।
ফাইনাল ম্যাচের লড়াইয়ে এগিয়ে ১৪-৬। গত ফেব্রুয়ারিতে কোর্টে প্রত্যাবর্তনের পর আটটা টুর্নামেন্টের আটটাতেই ফাইনাল খেলে ষষ্ঠ খেতাব জিতলেন চলতি বছরে। যার মধ্যে তিনটে মাস্টার্স। অতুলনীয় প্রত্যাবর্তন। এ বছর ইন্ডিয়ান ওয়েলস কোয়ার্টার ফাইনালের পর রোম ফাইনালে ফের হারালেন ফেডেরারকে। যিনি কিনা এখানে ফাইনালের আগে একটা সেটও হারেননি। কিন্তু নাদালের বিরুদ্ধে ফাইনালে প্রথম সেটে শুধু তিনটে সার্ভিস খুইয়ে মাত্র ২৬ মিনিটে হারলেনই না, ম্যাচে একটা সময় টানা আটটা গেম হারেন ফেডেরার। আবার তিনিই নাদালের চ্যাম্পিয়নশিপ সার্ভিস গেম ভাঙেন ‘লাভ’-এ! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
শেষ আট বছরে সাত বার ফরাসি ওপেন জয়ী নাদাল প্যারিসে যাওয়ার এক সপ্তাহ আগে রোমে বলছেন, “কোর্টে ফেরার পর আটটা টুর্নামেন্টের আটটারই ফাইনালে উঠে ছ’টা জিতলাম। পাঁচ-ছ’মাস আগেও যেটা আমার কল্পনার বাইরে ছিল। রজারের মতো গ্রেটের বিরুদ্ধেও আজ দুর্দান্ত খেললাম।” আর ফেডেরারের কথায়, “জানতাম ক্লে কোর্টে রাফা আমাকে বিশেষ সুযোগ দেবে না। ওর শটে অবিশ্বাস্য স্পিন! সে জন্য সারাক্ষণ অ্যাটাকিং খেলেছি। কিন্তু এই সারফেসে কোনও আক্রমণই নাদালের জন্য যথেষ্ট নয়!”
এ দিকে, ভিক্টোরিয়া আজারেঙ্কা-কে ফাইনালে ৬-১, ৬-৩ হারিয়ে রোমে মেয়েদের খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। পনেরো গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আপাতত টানা ২৪ ম্যাচ জিতলেনই শুধু নন। ২০০২-এর পর আবার রোমের ক্লে কোর্টে চ্যাম্পিয়ন হয়ে ফরাসি ওপেনের আগে এ ধরনের সারফেসে দারুণ ফর্মে থাকার বার্তা দিলেন। তাৎপর্যের, সেরেনার একমাত্র ফরাসি ওপেন খেতাব ২০০২-য়েই। যে বছর তিনি এ বারের মতোই রোমে ট্রফি জেতেন। অন্য দিকে, পুরুষ ডাবলস ফাইনালে উঠলেও মহেশ ভূপতি-রোহন বোপান্না হেরে গেলেন বব ও মাইক ব্রায়ানের কাছে ২-৬, ৩-৬। এ বছরের প্রথম ফাইনালে ওঠার পথে ভারতীয় জুটি সেমিফাইনালে হারান লিপস্কি-গঞ্জালেসকে ৬-৩, ৭-৬।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.