চার কোচের বিদায়ী ম্যাচ। তিন ফুটবলারের শেষ লড়াই। ইপিএল মরসুমের শেষ দিন ইংল্যান্ড ফুটবল জুড়ে যেন ‘ফেয়ারওয়েল-বাজনা’!
তার মধ্যেই দুই ম্যাঞ্চেস্টারের সঙ্গে পরের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা পেল চেলসি। ইপিএলে তৃতীয় স্থান পাওয়ার সুবাদে। চার নম্বরে থাকা আর্সেনাল খেলবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং পর্বে। আর পঞ্চম স্থান পাওয়া টটেনহ্যাম পরের মরসুমে ইউরোপা লিগ খেলবে।
স্যর অ্যালেক্স ফার্গুসনের শেষ ম্যাচে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৫-৫ ড্র করল ওয়েস্ট ব্রম-এর বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে ৩-০ এগিয়েও শেষ ১০ মিনিটে তিন গোল খেলেন ফার্গির ছেলেরা। শুধু দ্বিতীয়ার্ধেই হল ছ’গোল। |
বিদায়বেলায়
ওয়েস্ট ব্রমউইচে ফার্গুসন। |
শেষ ম্যাচেও ফার্গুসন দল গড়ায় চমক দিলেন, আগের দলের থেকে ছ’জনকে বসিয়ে দিয়ে। গিগস, ফার্দিনান্দ, ভিডিচের সঙ্গে সুযোগ পাননি এ মরসুমে ফুটবলকে বিদায় জানানো পল স্কোলস-ও। ফার্গুসনের জুতোয় যিনি পা গলাচ্ছেন, সেই মোয়েসের দল উইগান-ও শেষ ম্যাচ ড্র করল অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২।
বিতাড়িত কোচ মানচিনি ম্যাঞ্চেস্টার সিটি-কে বিদায়ও জানালেন ম্যাচ হেরেই! প্রিমিয়র লিগ রানার্স ম্যান সিটিকে ৩-২ হারাল নরউইচ। চেলসিকে ইউরোপা লিগ এনে দেওয়ার পর কোচ রাফা বেনিতেজ তাঁর বিদায়ী ম্যাচেও জয় পেলেন। এভার্টনকে চেলসি হারাল ২-১। খেলা শুরুর আগে চেলসির হয়ে সর্বোচ্চ গোল করার জন্য ল্যাম্পার্ডকে সোনার বুট উপহার দেওয়া হল, যাঁর রেকর্ড ভাঙল সেই ববি টাম্বলিংয়ের হাত দিয়ে। |
লিভারপুলের কারাঘার আর স্টোকের আওয়েনেরও আজ বিদায়ী ম্যাচ ছিল। কারাঘারের পাশে শুরু থেকে খেললেন ১৭ বছরের জর্ডন ইবে। যেন প্রবীণের নিজের বিদায়ী ম্যাচে নবীনকে বরণ করে নেওয়া! ম্যাচে লিভারপুল ১-০ হারাল কুইন্স পার্ক রেঞ্জার্সকে। তবে বিদায়ী ম্যাচে আওয়েনের প্রথম দলে জায়গা হয়নি। সাউদাম্পটনের সঙ্গে স্টোকের ১-১ ম্যাচে ৭৪ মিনিট রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর মাঠ নামেন আওয়েন। ফার্গুসন যেমন স্কোলসকে তাঁর বিদায়ী ম্যাচে শেষ আধ ঘণ্টা খেলিয়েছেন এ দিন।
সব দেখেশুনে ফার্দিনান্দ টুইট করেছেন, ‘‘তিন জন গ্রেট ফুটবল ব্যক্তিত্বকে আজ আমাদের বিদায় জানানোর দিন ছিল। দ্য বস, স্কোলসি আর কারাঘার। এত দিন ধরে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’’ |