টুকরো খবর |
ফিরলেন লিয়াকত, উৎসব গ্রামে
সাবির ইবন ইউসুফ • শ্রীনগর |
চারদিকে আলোর রোশনাই। বাজির আওয়াজে কানপাতা দায়। হাজির ব্যান্ডপার্টিও। ষোলো বছর পরে ঘরে ফিরেছে ঘরের ছেলে সৈয়দ লিয়াকত শাহ। কুপওয়ারার দর্দপোরা গ্রামের বাড়িতে ফিরতে চেয়েছিলেন আরও আগেই। বাবা-মা-সন্তান-প্রথমা স্ত্রী, সবাই তো এখানেই। তাই সমাজের মূল স্রোতে ফেরাতে কাশ্মীর সরকার জঙ্গিদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করার সঙ্গে সঙ্গেই, লিয়াকতের নাম লিখিয়ে ফেলেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী আখতারউন্নিসা। কিন্তু গত মার্চ মাসে ফেরার সময় তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল। তাঁদের দাবি ছিল, হিজবুল মুজাহিদিন জঙ্গি লিয়াকত শাহ দোলের দিন রাজধানীতে আত্মঘাতী হামলার ছক কষেছিল। তাকে জেরা করে জামা মসজিদের কাছে এক অতিথিশালা থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। তবে দিল্লি পুলিশের দাবি নস্যাৎ করে আসরে নামে ওমর আবদুল্লা সরকার। তাদের হস্তক্ষেপেই তদন্তের ভার দেওয়া হয় এনআইএ-কে। তথ্যপ্রমাণের অভাবে আপাতত রেহাই দেওয়া হয়েছে লিয়াকতকে। তবে তারা জানিয়েছে, তদন্ত চলবে। শনিবার দুপুরে তিহাড় জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর ভাইয়ের সঙ্গে গ্রামের উদ্দেশে রওনা হন লিয়াকত। আর আজ গ্রামে পা দিতেই তাঁকে ঘিরে রীতিমতো উৎসব শুরু করে দিয়েছেন গ্রামবাসীরা। লিয়াকত এ দিন বলেন, “শত্রুরা চায় না পুনর্বাসন প্রকল্প নির্বিঘ্নে চলুক। আমার গ্রেফতারের পর, মনে হয় না এখন আর কেউ ফিরে আসতে রাজি হবে।” লিয়াকত আরও বলেছেন, “আমার ফিরে আসার আর্জি সরকার মেনে নিয়েছিল বলেই দেশে ফিরছিলাম। এখনও বুঝতে পারছি না, কেন আমায় গ্রেফতার করা হল। শেষে এনআইএ তথ্যপ্রমাণ খতিয়ে দেখতেই রেহাই পেলাম।” |
পুরনো খবর: এনআইএ-কেই লিয়াকতের তদন্তভার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী |
শিলচরে স্মরণ ভাষা শহিদদের
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বরাক-জুড়ে নানা অনুষ্ঠানে ভাষা শহিদদের স্মরণ করলেন সাধারণ মানুষ। শুধু বরাকই অবশ্য নয়, নয়াদিল্লি থেকে কলকাতা---আজ দিনভর সব জায়গাতেই পালিত হল ‘ভাষা শহিদ দিবস’। শিলচরে সকাল থেকেই শুরু হয় এ দিনের কর্মসূচি। রেল স্টেশনের সামনে শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য দেন অনেকেই। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন শয়ে-শয়ে মানুষ। এরপরের অনুষ্ঠান হয় শ্মশানঘাটে। তারপর শহিদ স্মৃতিসৌধে। যত সময় এগিয়েছে, ততই বেড়েছে মানুষের ঢলও। সাংসদ ললিতমোহন শুক্লবৈদ্য, পুরপ্রধান-বিধায়ক সুস্মিতা দেব, ‘বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের’ জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, ’৬১-র ভাষা আন্দোলনের দুই নেতা পরিতোষ পালচৌধুরী ও বিজনশঙ্কর রায়অনুষ্ঠানে ছিলেন সকলেই। নয়াদিল্লিতে গোল মার্কেটের মুক্তধারায় ভাষা শহিদ দিবসে ‘মাতৃভাষা উৎসবের’ আয়োজন করেছিল বেঙ্গল অ্যাসোসিয়েশন এবং মাতৃভাষা মিশন। পরিতোষবাবু জানান, ১৯৬০ সালে বিধানসভায় ভাষা বিল পেশ করা হয়। তাতে বলা হয়েছিল, অসমের একমাত্র রাজ্যভাষা হবে অসমিয়া। আঁতকে ওঠেন বরাকের মানুষতাহলে তাঁদের মাতৃভাষা বাংলার কী হবে? ওই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৬১ সালের ১৯ মে ছিল সত্যাগ্রহ। সকাল থেকেই শিলচর রেলস্টেশনে অবরোধ চলছিল। দুপুর ২টো নাগাদ কাটিগড়া থেকে ৯ জন আন্দোলনকারীকে হাতকড়া পরিয়ে শিলচরে নিয়ে আসে পুলিশ। হাতকড়া দেখে প্রতিবাদে গর্জে ওঠেন সাধারণ মানুষ। গাড়ি থেকে ছিনিয়ে নেন ধৃতদের সকলকেই। খবর পেয়ে পৌঁছন পুলিশের বড়কর্তা। রেলস্টেশনে ঢুকেই তিনি গুলি চালানোর আদেশ দেন। ঝাঁকে ঝাঁকে গুলি ছুটতে থাকে। প্রাণ হারান ভাষা আন্দোলনে সামিল হওয়া ১১ জন তরুণ-তরুণী। তাঁদের স্মৃতিতে পালন করা হয় এই দিনটিকে।
|
রবীন্দ্রমুগ্ধতার কথা জানাবেন কেকিয়াং
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সীমান্ত নিয়ে সংঘাতের বাতাবরণেও ভারত এবং চিনদু’দেশকে মেলালেন সেই তিনিই! চিনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াং মঙ্গলবার নয়াদিল্লিতে তাঁর বক্তৃতায় জানাবেন রবীন্দ্রমুগ্ধতার কথা। সেই সঙ্গে চলতি সফরে চিনা নেতৃত্ব জোর দেবে ভারত-চিন সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর দিকে। কূটনৈতিক সূত্রের খবর, রবীন্দ্রনাথের এক জন বড় ভক্ত চিনের প্রধানমন্ত্রী। ভারতীয় নেতৃত্বকে তিনি জানিয়েছেন তাঁর জীবনে রবীন্দ্রনাথের প্রভাবের কথা। তাঁর মতে, রবীন্দ্রনাথ তাঁর সমসাময়িক চিনা সাহিত্যিকদের সঙ্গে যে ভাবে যোগাযোগ রাখতেন তা শিক্ষণীয়। বাণিজ্য এবং সীমান্ত নিয়ে আলোচনার পাশাপাশি নয়াদিল্লি এবং বেজিং এ বার জোর দিতে চলেছে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর দিকে। বিদেশ মন্ত্রকের এক শীর্ষ কর্তার মতে, দু’টি প্রতিবেশী দেশের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর সব চেয়ে বড় উপায় হল বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো।
|
টু ফিঙ্গার টেস্ট বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কোনও মহিলা ধর্ষিতা হয়েছেন কি না তা জানতে এখনও দেশের বিভিন্ন জায়গায় যে ভাবে কৌমার্য পরীক্ষা (টু ফিঙ্গার টেস্ট) করা হয়, তা যথেষ্ট অপমানজনক বলে জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিএস চৌহান ও বিচারপতি এফ কলিফুল্লার বেঞ্চ জানিয়েছে, কৌমার্য পরীক্ষায় ধর্ষিতার যোনিদ্বারে আঙুল ঢুকিয়ে পরীক্ষা করা হয়। শীর্ষ আদালতের মতে এক জন নির্যাতিতা নারীর পক্ষে এ ধরনের পরীক্ষা ফের শারীরিক ও মানসিক নির্যাতনেরই সামিল। তা ছাড়া এখন ধর্ষণের প্রমাণের জন্য অনেক উন্নত ধরনের পরীক্ষা পদ্ধতিও বেরিয়েছে। তাই অবিলম্বে টু ফিঙ্গার টেস্ট বন্ধ করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন আন্তর্জাতিক আইনেও বলা হয়েছে, নির্যাতিতার সম্মতি নিয়েই কোনও সম্মানজনক পদ্ধতিতে পরীক্ষা করতে হবে। তা ছাড়া নয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ধর্ষণের প্রমাণের জন্য সোয়াপ টেস্ট করা হয়।
|
তদন্তে সিবিআই চান অখিলেশ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশে সন্দেহভাজন জঙ্গি খালিদ মুজাহিদের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চাইল খোদ রাজ্য সরকারই। খালিদের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুই উচ্চপদস্থ অফিসার-সহ ৪২ জন পুলিশের বিরুদ্ধে এফআইআর করেছেন তার কাকা মহম্মদ জাহির ফালাহি। লখনউ ও ফৈজাবাদের আদালতে বিস্ফোরণে জড়িত থাকার দায়ে সন্দেহভাজন হুজি জঙ্গি খালিদকে গ্রেফতার করেছিল পুলিশ। সম্প্রতি খালিদের মতো কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা তুলে নিতে চেয়েছিল উত্তরপ্রদেশের সমাজবাদী সরকার। কিন্তু, তাদের সেই অনুমতি দেয়নি আদালত। শনিবার আদালত থেকে লখনউয়ের জেলে ফেরত আনার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খালিদ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের দাবি, ‘হিট স্ট্রোকে’ খালিদ মারা গিয়েছে। কিন্তু তার কাকার দাবি, খালিদকে ফাঁসানো হয়েছিল। তার মৃত্যুর জন্যও পুলিশই দায়ী।
|
নয়া মাওবাদী দল মেঘালয়ে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মেঘালয়েও দলের সংগঠন তৈরি করেছে মাওবাদীরাএ বার এমনই দাবি করল পুলিশ। শুক্রবার রাতে অসমের কালাপাহাড়ের লুটুমা থেকে মাওবাদী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃত দিবাকর রাভার ঘর থেকে ‘অল মেঘালয় লিবারেশন টাইগার ফোর্স’ নামে একটি নবগঠিত মাও-সংগঠনের লেটারহেড এবং চিঠিপত্র উদ্ধার করা হয়েছে। রাজ্যে মাওবাদীদের প্রসারে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জানিয়েছেন, মাও দমনে পুলিশ সক্রিয় রয়েছে। রাজ্যে ৭ জন মাওবাদী নেতা ধরা পড়েছেন। মাও-দমনে প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন গগৈ।
|
ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার অসমে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গুয়াহাটিতে দুই ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। কাছাড় জেলার শিলচর থেকেও চারজন ভুয়ো পরীক্ষার্থীকে ধরা হয়েছে। পুলিশ জানায়, গুয়াহাটিতে ধৃতদের নাম মোবারক হোসেন এবং অমিত কুমার। মোবারকের বাড়ি উত্তরপ্রদেশে। অমিত বিহারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধুবুরির সোহেল মুর্তাজা ‘সেজে’ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়েছিল মোবারক। বিনিময়ে তাঁকে ২৫ হাজার টাকা দিয়েছিল সোহেল। ডিব্রুগড়ের তুলিপ দাসের হয়ে পরীক্ষা দিতে গুয়াহাটি এসেছিল অমিত। সে জন্য বিহারের ওই তরুণকে দেওয়া হয়েছিল ১০ হাজার টাকা। আজ পরীক্ষকদের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।
|
দুই মহিলা খুন নাগাল্যান্ডে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা দুই মহিলা-সহ একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় আততায়ীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে অসম-নাগাল্যান্ডের সীমানায় কার্বি আংলং জেলার বরংলেংরি গ্রামে। পুলিশ জানিয়েছে, প্রত্যন্ত ওই গ্রামের ঘর থেকে অ্যালিস সুমি (২১) এবং তাঁর বোন সানচোবেনি প্যাটনের (২০) রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে কিছুটা দূরে অ্যালিসের স্বামী রোনসুয়ো ওদোয়ুর দেহ মেলে। রক্তমাখা একটি দা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, ওদোয়ুর গাড়ি নিয়েই পালিয়েছে আততায়ীরা।
|
পৃথক দুর্ঘটনায় বিহারে মৃত ৮
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। পুলিশ জানায়, গতকাল রাতে নওয়াদার আকোনা গ্রামের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলের দুই সওয়ারির মৃত্যু হয়। নওয়াদারই কাউয়াকোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারে। মৃত্যু হয় দুই সওয়ারির। পুলিশ জানিয়েছে, আজ সকালে জামুই জেলার চন্দ্রমাণ্ডি থানা এলাকায় একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়।
|
সনিয়ার বাড়ির কাছে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
z |
সনিয়ার বাড়ির সামনে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ছবি: পিটিআই |
তাড়াহুড়ো করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাঠ্যক্রম তিন বছর থেকে চার করে দেওয়ার প্রতিবাদে রবিবার সনিয়া গাঁধীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখালেন বিভিন্ন পড়ুয়া-শিক্ষক সংগঠনের অন্তত ১৫০ জন সদস্য ।
|
অসমে দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ডিগবয়ে গাড়ি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে টিংরাই স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই গোপাল দাস, বিতোপন দাস ও হিমন্ত হাজরিকার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গোঁসাইগাঁও এলাকায় মালবাহী গাড়ির ধাক্কায় মানিক কুমাবত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
|
বোমায় জখম
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা। ঘটনায় এক পথচারী জখম হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার গোয়ালপাড়ার গোয়ালতুলি এলাকায় ঘটনাটি ঘটে। |
|