টুকরো খবর
দুর্ঘটনায় মৃত ছাত্র
পথ দুর্ঘটনায় মারা গেল পঞ্চম শ্রেণীর এক ছাত্র। রবিবার বিকালে কাটোয়ার খাজুরডিহি ও পাঁচঘড়া গ্রামের মাঝে একটি আশ্রমের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রাকেশ সাহা (১১)। তার বাড়ি খাজুরডিহির দক্ষিন পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ধান বোঝাই ট্রলিসমেত ট্রাক্টরটি হরিপুর গ্রাম থেকে কাটোয়ার দিকে যাচ্ছিল। রাকেশও সাইকেল নিয়ে কাটোয়ার দিকেই যাচ্ছিল। আচমকা আশ্রমের কাছে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষে যায় রাকেশ। বেগতিক দেখে চালক দ্রুত গতিতে চলে যেতে গেলে গাড়িটি উল্টে যায়। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ওই গাড়ির মালিক ও চালককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক পলাতক।

সিপিএমের সভা কালনায়
কমিউনিস্ট পার্টির বর্ধমান জেলার প্রথম সম্পাদক সৈয়দ শাহেদুল্লাহ (মটর) জন্মশতবর্ষ উপলক্ষে ররিবার কালনা শহরের পুরশ্রী মঞ্চে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রধান বক্তা ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় কোঙার। তিনি জানান, কমিউনিস্ট পার্টিতে সৈয়দ শাহেদুল্লাহর বড় অবদান রয়েছে। ১৯৩৫ সালে ৮জন সদস্যকে নিয়ে তৈরি হওয়া কমিটিতেও ছিলেন তিনি। ১৯৫০ সালে দুর্ভিক্ষের সময় রায়না-সহ নানা এলাকায় পায়ে হেঁটে বা গরুর গাড়িতে করে পৌঁছে যেতেন সাধারণ মানুষের কাছে। সভায় সুদীপ্ত হত্যা, কাটোয়ার ধর্ষণকাণ্ড-সহ নানা ঘটনার সমালোচনা করেন বিনয়বাবু। সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুকান্ত কোঙার বলেন, “নির্বাচন রক্তাক্ত হলে তার দায় প্রধান বিচারপতিকে নিতে হবে।” অনুষ্ঠানে এ ছাড়াও ছিলেন কালনা জোনাল কমিটির সম্পাদক করুণা ভট্টাচার্য, জোনাল কমিটির সদস্য গৌরাঙ্গ গোস্বামী-সহ সিপিএমের বহু নেতা-কর্মী।

কালনায় বধূর মৃত্যু, অভিযুক্ত শ্বশুরবাড়ি
বধূকে খুন করে তাঁর মৃতদেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানায়, মন্তেশ্বরের কামড়া গ্রামের ওই গৃহবধূর নাম মনি দাস (২৫)। রবিবার মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগে ওই বধূর মামা সুদর্শন দাস জানান, মঙ্গলকোটের কুরম্বা গ্রামে তাঁর বাড়ি থেকেই ভাগ্নির বিয়ে হয়। এ দিন বাড়িতে খবর যায়, তাঁর ভাগ্নির হৃদরোগে মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, মৃতদেহ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের শ্মশানে দেহ সৎকার করা হচ্ছে। তখনই সন্দেহ হয় তাঁর। তিনি অভিযোগ করেন, তাঁর ভাগ্নিকে খুন করে প্রমাণ লোপাট করতে তাড়াতাড়ি তাঁর দেহ পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। মন্তেশ্বর পুলিশ কামড়া গ্রামে গিয়ে শ্মশান থেকে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

মিলল পড়ুয়ার দেহ
পথ দুর্ঘটনায় মারা গেল পঞ্চম শ্রেণির এক ছাত্র। রবিবার বিকালে কাটোয়ার খাজুরডিহি ও পাঁচঘড়া গ্রামের মাঝে একটি আশ্রমের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রাকেশ সাহা (১১)। তার বাড়ি খাজুরডিহির দক্ষিণপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাকেশ সাইকেল নিয়ে কাটোয়ার দিকে যাচ্ছিল। ধান বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। পড়ে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষে যায় রাকেশ। বেগতিক দেখে চালক দ্রুত গতিতে পালাতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির মালিক ও চালককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক পলাতক।

পথ দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের
দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার দেহ মিলল রেল লাইনে। তার নাম কৌশিক কুণ্ডু (১৭)। বাড়ি বর্ধমানের বাহির সর্বমঙ্গলাপাড়ায়। বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের ছাত্র ছিল সে। বর্ধমান জিআরপি জানায়, বর্ধমান ও তালিতের মাঝে সরাইটিকরে রেল লাইনে তার দেহ পাওয়া গিয়েছে। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পড়াশোনা নিয়ে পরিবারের লোকজন বকাঝকা করেছিল তাঁকে। তার পরেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাত অবধি তাঁর খোঁজ মেলেনি। গভীর রাতে বর্ধমান জিআরপি তার বাড়ির লোকজনকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে কৌশিকের মৃতদেহ শনাক্ত করেন তাঁরা।

ভবনের শিলান্যাস
শনিবার আসানসোলে রাজ্য যুব আবাসের একটি ভবনের শিলান্যাস করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক মলয় ঘটক। ছিলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনাও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.