নালিশ পুলিশি নিষ্ক্রিয়তার
পরপর খুন, প্রতারণায় অভিযুক্তেরা অধরাই
লায় লোহার শিকল পেঁচিয়ে একের পর এক রহস্যজনক খুন। শিকার সব সময়েই মহিলা। পুলিশও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে ছবি আঁকানো-সহ আরও নানা ভাবে তদন্ত চালাচ্ছে। কিন্তু চেষ্টাই সার। এখনও সেই অপরাধীর পরিচয় রয়েছে অন্ধকারেই। চলতি বছরের প্রথম দিন ধাত্রীগ্রামে নিজের বাড়িতে একাই ছিলেন ৫৫ বছরের প্রতিমা গঙ্গোপাধ্যায়। বিকেলে তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যায় ফিরে দেখেন স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মেঝেতে। গলায় পেঁচানো রয়েছে লোহার চেন। ২৯ জানুয়ারি মন্তেশ্বরের কুঁড়েপাড়া গ্রামেও একইরকম ভাবে খুন হন সাধনা চট্টোপাধ্যায়। তাঁর ছেলে ও বৌমা বাড়ি ফিরে দেখেন মায়ের দেহ পড়ে রয়েছে, গলায় পেঁচানো সেই লোহার চেন। তদন্তে নেমে এই দু’টি ঘটনার ধরন দেখে পুলিশ আধিকারিকেরা নিশ্চিত হয়ে যান এর পিছন একই ব্যক্তি রয়েছে। এরপরে মাস দু’য়েক আগে কালনা ২ ব্লকের আনুখাল পঞ্চায়েত এলাকাতেও এরকমই আরেকটি ঘটনা ঘটে। তবে এ বার বেঁচে যায় শিকার। ওই দিন দুপুরে বাড়িতে একাই ছিলেন বছর আটত্রিশের ওই বধূ। আচমকা মিটার দেখার নাম করে বাড়িতে ঢোকে অজ্ঞাতপরিচয় এক যুবক। তারপরে আলো জ্বালানোর অছিলায় পিছন থেকে গলায় শিকল জড়িয়ে দেয় ওই মহিলার। তবে মহিলার চিৎকারে আশেপাশের কয়েকজন ছুটে আসতেই পালিয়ে যায় আততায়ী। পুলিশের অনুমান, এই ঘটনাতেও হাত আছে ওই অপরাধীর।তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলার বাড়ির পাশেই রাখা ছিল নম্বরহীন একটি কালো মোটরবাইক। সেটিতে চেপেই পালায় আততায়ী। যাঁরা তাকে পালাতে দেখেন তাঁদের বিবরণ শুনে সিআইডি-র এক বিশেষজ্ঞকে দিয়ে মুখের ছবিও আঁকানো হয়। পুলিশ সূত্রের খবর, সেই ছবি বছর চল্লিশের, লম্বাটে মুখের এক ব্যক্তির। এই ছবি মহকুমার মধ্যে এবং মহকুমার বাইরে নানা অপরাধীর ছবির সঙ্গে মেলানো হয়। তবে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। পুলিশ কর্তাদের ধারণা, নতুন কোনও অপরাধীর মানসিক বিকারগ্রস্ত হয়ে এমন কাজ চালিয়ে যাচ্ছে।
খুনের ঘটনাগুলি ছাড়া অন্য কয়েকটি ঘটনাতেও পুলিশ এখনও কিনারা করে উঠতে পারেনি। মন্তেশ্বরের এক সমবায় সমিতির ধান কেনার ঘটনায় ৯০ লক্ষেরও বেশি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এলাকার সুনন্দ রাইস মিলের দুই মালিক অভিজিৎ মণ্ডল ও অরিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মাস দেড়েক আগে ওই দুই ভাইয়ের নামে কলকাতার নিউমার্কেট থানায় অভিযোগ হয়। দু’জনের নামে মোটা অঙ্কের ব্যঙ্ক ঋণও রয়েছে। পুলিশ চালকলটি সিল করে দিলেও এখনও দুই ভাইকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের পাশাপাশি তাঁদের খোঁজ করছে সিআইডিও।
এছাড়া মাসখানেকেরও বেশি আগে মন্তেশ্বরের এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তাঁর কাছ থেকে একটি দশ টাকার চেক হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদেরও এখনও ধরতে পারেনি পুলিশ।
পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার ঘটনাতেও সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করে পুলিশ। তবে এখনও কেউই ধরা পড়েনি।
মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “আমাদের সব থেকে বেশি ভাবাচ্ছে চেন দিয়ে খুনের ঘটনাগুলো। নানা জায়গায় জাল বিছানো হয়েছে। আশা করি শীঘ্রই কোনও খোঁজ মিলবে। অন্যগুলিতেও আমরা হাল ছাড়ি নি।”
কিশোরী উদ্ধার। খড়্গপুর স্টেশন থেকে মুম্বইয়ের এক কিশোরীকে উদ্ধার করল রেল পুলিশ। তার বাড়ি মুম্বইয়ের থানের গোম্মিলবাজারে। মন্তেশ্বরের খরমপুরের বাসিন্দা হাসিম মণ্ডলের সঙ্গে পালিয়ে এসেছিল সে। মুম্বইয়ের জরির কারিগর হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীটিকে সে নিয়ে এসেছিল বলে অভিযোগ। রবিবার খড়্গপুর স্টেশনে ওই কিশোরী জানতে পারে, হাসিম বিবাহিত। সে নিয়ে দু’জনের বচসার সময়ে সন্দেহ হয় রেল পুলিশের।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.