এক বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। রানিগঞ্জের পিএন মালিয়া রোড, ভকত পাড়ার ঘটনা। পুলিশ তাঁর স্বামী বলদেব সিংহ বাগ্গাকে আটক করেছে। দুর্গাপুরের বাসিন্দা মনজিৎ সিংহ জানান, তাঁর বোন গুরদীপ কৌরের (৩২) সঙ্গে বলদেব সিংহের বিয়ে হয় ১১ বছর আগে। শ্বশুরবাড়ির দাবি মত নগদ টাকা দিয়েই বোনের বিয়ে দেন তাঁরা। বিয়ের পর থেকেই অতিরিক্ত টাকা এবং নানা দাবিতে তাঁর বোনের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাতেন বলদেব, এমনই দাবি মনজিৎবাবুর। তিনি জানান, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে টেলিফোনে জানানো হয় যে তাঁর বোন শ্বাসকষ্টে ভুগছেন। তাঁকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। মনজিৎবাবু বলেন, “সেখানে গিয়ে আমরা দেখি বোনের মৃত্যু হয়েছে। এর পর রানিগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনা দিয়ে মেরে ফেলার অভিযোগ দায়ের করি।” পুলিশ জানিয়েছে, বলদেবকে আটক করা হয়েছে।
|
ট্যাঙ্কার ছিনতাই করতে গিয়ে চালককে খুন ও খালাসিকে খুনের চেষ্টার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল দুই ব্যক্তির। শনিবার দুর্গাপুর আদালত এই সাজা ঘোষণা করে। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের ২৯ মে দুর্গাপুরের গাঁধী মোড়ে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার করা হয় ট্যাঙ্কার চালক মহম্মদ বজিরের দেহ। সেদিনই মেমারি থেকে জখম অবস্থায় উদ্ধার হন সেই ট্যাঙ্কারের খালাসি মহম্মদ নাসিম। তিনি পুলিশকে জানান, তাঁদের ডিজেল বোঝাই ট্যাঙ্কারটি ছিনতাই করা হয়েছে। ছিনতাইকারীরাই চালককে খুন করে এবং তাঁকেও খুন করার চেষ্টা করে বলে জানান তিনি। এরপরে সিআইডি তদন্তে নামে। গ্রেফতার করা হয় পাঁচজনকে। শুক্রবার যোগনারায়ণ মিশ্র ও বিজয় মণ্ডল নামে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। শনিবার তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা হয়েছে।
|
‘মুক্তপ্রাণ’ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে মহিশিলা টেগোর রোড শ্রীনিবাস ভবনে আয়োজিত হল রবীন্দ্র জয়ন্তী। পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতিনাটক ‘রাজা।’ স্বরচিত কবিতা পাঠ করেন সমীর দে এবং গুনেন দত্ত। এর পর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন আসানসোলের শিল্পী মাধব অধিকারী এবং গৌতম সাহা। দশ বছরের দিগন্ত নায়েকের গিটারে রবীন্দ্রসঙ্গীত আকর্ষণীয় হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অসিত বন্দ্যোপাধ্যায়।
|
পাণ্ডবেশ্বর ব্লক বিজেপি-র কর্মী সম্মেলন আয়োজিত হল রবিবার। আসানসোল জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক প্রসন্ন ভট্টাচার্য জানান, যে কোনও ধরনের সন্ত্রাস মোকাবিলা করে প্রত্যেকটি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই কর্মী সম্মেলন আয়োজিত হয়েছে। সম্মেলনে ছিলেন জেলা সভাপতি রামকুমার সিংহ প্রমুখ।
|
রাজ্য যুব আবাসের একটি ভবনের শিলান্যাস হল আসানসোলে। শনিবার শিলান্যাস করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। ছিলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনাও। আটতলা এই ভবনটিতে ৩৩৫টি ঘর থাকবে। খরচ ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। |