ভয় দেখানো এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। রানিগঞ্জের বাসিন্দা লক্ষ্মী চক্রবর্তী জানান, তাঁর স্বামী দেবাশিসবাবু প্রায় এক বছর আগে মারা গিয়েছেন। তার পর থেকেই সঞ্জয় গড়াই নামে এক ব্যক্তি দেবাশিসবাবুর কাছে লক্ষাধিক টাকা পাবেন দাবি করে বারবার ভয় দেখাতে থাকেন, অভিযোগ লক্ষ্মীদেবীর।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার লক্ষ্মীদেবী বল্লভপুর আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে দু’পক্ষকে বসিয়ে সমস্যা মেটানো হয়। কিন্তু লক্ষ্মীদেবী অভিযোগ করেন, এর পরেও সঞ্জয়বাবু তাঁকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিতে থাকেন। তাঁর স্বামীর আর এক বন্ধু নিরঞ্জন গড়াইও সঞ্জয়কে পাওনা মিটিয়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে দাবি করেন লক্ষ্মীদেবী। লক্ষ্মীদেবীর অভিযোগ, “এর পরেই শুক্রবার মাঝরাতে দেখি আমার বাড়ির দেওয়াল ঘেরা উঠোনের মধ্যে দু’টি গাড়ি দাউদাউ করে জ্বলছে। শনিবার রাতে আমি সঞ্জয় এবং নিরঞ্জনের বিরুদ্ধে হুমকি এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করি।”
সঞ্জয়বাবুর দাবি, প্রতিবেশীদের সামনেই নথিপত্র দেখে লক্ষ্মীদেবী পুরো টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। নিরঞ্জনবাবুরও বক্তব্য, “দেবাশিস, আমি ও স্বপন গড়াই অংশীদারিত্বে ব্যবসা করতাম। স্বপন এবং দেবাশিসের মৃত্যু হয়। সঞ্জয় দেবাশিসকে যে টাকা ধার দিয়েছিল তা প্রতিবেশীরা জানেন। লক্ষ্মীদেবী এখন অস্বীকার করছেন।” পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সঞ্জয়বাবুকে গ্রেফতার করে রবিবার আসানসোল আদালতে পাঠানো হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বাকি অভিযুক্তদের তল্লাশি চলছে। |