পুলিশের গাড়ির চালক নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে ধরা পড়লেন দুর্গাপুরে। গ্রেফতার করা হয় তার সঙ্গীকেও। ধৃতদের নাম দিব্যেন্দু চৌধুরী ও বিধানচন্দ্র মণ্ডল। রবিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বেনাচিতির পাঁচ মাথার মোড়ে এক মোটরবাইক আরোহীকে আটকায় দুই যুবক। নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে তারা ওই ব্যক্তির কাছে টাকা চায়। কিন্তু তিনি তা দিতে না চাওয়ায় তাঁকে মারধর করে জোর করে তার ব্যাগ কেড়ে নিয়ে পালায় ওই দুই যুবক। ওই মোটরবাইক আরোহী রাতেই পুলিশকে টেলিফোনে পুরো ঘটনাটি জানান। ব্যাগে নগদ বেশ কিছু টাকা ছিল বলেও জানান তিনি। তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ জানায়, তদন্তে নেমে প্রথমেই সন্দেহ হয় পুলিশের কাজের সঙ্গে যুক্ত এমন কেউই ঘটনায় জড়িত। থানা ও ফাঁড়িতে অনেকেই ভাড়া গাড়ি চালান। প্রাথমিকভাবে তেমন কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ জোন ফাঁড়ির ভাড়া গাড়ির চালক দিব্যেন্দু চৌধুরীর কথায় অসঙ্গতি মেলে। তদন্তে দেখা যায় দিব্যেন্দুর পুলিশের কাছে মিথ্যা বয়ান দিয়েছিল। এর পরে শনিবার রাতে তাঁকে তাঁর হর্ষবর্ধন রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দিব্যেন্দুকে জেরা করে বিধানচন্দ্র মণ্ডলের নাম পায় পুলিশ। তাকে সেকেন্ডারি রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর আগেও পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুরে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কেউ ধরা পড়েনি। গত ৩ ফেব্রুয়ারি বেনাচিতিরই গুরুদ্বার রোডের বুলবুল ঘোষ নামে এক বৃদ্ধার গয়না ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। সেই ঘটনার সঙ্গে শনিবার রাতে ধৃতদের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সব জানার চেষ্টা করা হবে বলে পুলিশ জানায়। |