|
|
|
|
বেসুতে ছাত্র সংঘর্ষে জখম এক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-তে। বৃহস্পতিবার রাতে দু’দল ছাত্রের মধ্যে ওই ঘটনায় জখম হন এক জন। তিনি অন্য তিন জন ছাত্রের বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ‘বেসু’ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করেছেন। ২২ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বেসু-র রেজিস্ট্রার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। |
|
সেই ট্র্যাডিশন... বেসু-তে দুই দল ছাত্রের সংঘর্ষে জখম এক পড়ুয়া। |
বেসু সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ। অভীক বন্দ্যোপাধ্যায় নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্র রিচার্ডসন হস্টেলের বাইরে নেশা করছিলেন বলে অভিযোগ কর্তৃপক্ষের। ঋত্বিক রায়, মিন্টু সরকার এবং মিলন কুণ্ডু নামে তিন ছাত্র অভীককে বাধা দেন এবং ঘরে চলে যেতে বলেন। কিছুক্ষণ পরে বিক্রম চাকমা নামে ‘নন-কলেজিয়েট’ এক ছাত্র ওই তিন জনকে আক্রমণ করেন বলে অভিযোগ। তখন ঋত্বিক, মিন্টু এবং মিলন বিক্রমকে বেধড়ক মারধর করেন। তাঁর পিঠে কালশিটে পড়ে যায়। বিক্রমকে ভর্তি করা হয় হাওড়া (সাউথ) স্টেট জেনারেল হাসপাতালে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিক্রম ওই তিন জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন।
বেসু সূত্রে জানা গিয়েছে, কম ক্লাস করায় বিক্রম পঞ্চম সেমেস্টারের পরীক্ষা দিতে পারেননি। তাঁর স্বেচ্ছাচারী জীবনযাপনের দরুণ তাঁকে কিছু দিন আগে হস্টেল থেকেও বহিষ্কার করেন কর্তৃপক্ষ। যে তিন জনের নামে বিক্রম অভিযোগ করেছেন সেই ঋত্বিক, মিন্টু এবং মিলনের বিরুদ্ধেও নানা সময়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এসেছে বলে বেসু সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিবেশ থমথমে। ছাত্রছাত্রীরা ক্লাস করে যে যার হস্টেলে চলে যাচ্ছেন। পড়ুয়াদের ক্যান্টিনেও কাউকে দেখা যায়নি। বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। |
|
|
|
|
|