টুকরো খবর
ব্রিজ কোর্সে ভর্তি নিয়ে হয়রানির অভিযোগ
ব্রিজ কোর্সে ভর্তি হতে গিয়ে হয়রানির অভিযোগ উঠল কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তরফে। শুক্রবার প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষিকা ওই কোর্সে ভর্তি হতে যান। তাঁদের দাবি, শিক্ষাভবন থেকে তাঁরা আগে জেনেছিলেন, রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসে ভর্তি নেওয়া হবে। সেখানে গিয়ে শোনেন, রবীন্দ্রভারতীর সল্টলেক ক্যাম্পাসে ভর্তি নেওয়া হবে। পরে জানা যায়, ওখানে ভর্তি নেওয়া হবে না। তাঁরা যেন কসবার শিক্ষাভবনে যান। সেখানে জানানো হয়, আজ, শনিবার বালিগঞ্জ সার্কুলার রোডে ইউনাইটেড মিশনারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি নেওয়া হবে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, “শনিবার থেকে শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষণ কেন্দ্রে নাম নথিভুক্ত করতে পারবেন। রবিবারের ক্লাসের সময়সূচিও জানতে পারবেন।” প্রশিক্ষণ কেন্দ্র কোথায় হবে তা নিয়ে জেলায় অবশ্য এখনও বিভ্রান্তি রয়েছে। বর্ধমানে বহু শিক্ষক-শিক্ষিকা কাছের প্রশিক্ষণ কেন্দ্রের ভর্তির অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

আয়কর কর্মীদের রাজ্য সম্মেলন
ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিমবঙ্গ চক্রের নবম দ্বির্বাষিক সম্মেলন শেষ হল শুক্রবার। আসানসোলের রবীন্দ্রভবনে বৃহস্পতিবার সম্মেলনটি শুরু হয়। শুক্রবার শেষ দিনে প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন কনফেডারেশনের সভাপতি কেকেএন কুট্টি। দু’দিনের এই সম্মেলনে সাংগঠনিক পরিস্থিতি ও বিভাগীয় পরিকাঠামো বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় আর্থিক নীতির সমালোচনা ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের প্রতিবাদে একাধিক প্রস্তাব নেওয়া হয়। সম্প্রতি রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারির ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তিরও দাবি জানান প্রতিনিধিরা। শুক্রবার সম্মেলন শেষে ২১ জনের একটি সম্পাদকমণ্ডলী তৈরি হয়। সভাপতি মনোনীত হন সুমিত বসু ও সম্পাদক হন রূপক সরকার।

মানহানির মামলায় গৌতম দেবকে সমন
মানহানির মামলায় সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে হাজিরার সমন পাঠাল আদালত। কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (পঞ্চম) অভ্রনীল নিয়োগী শুক্রবার ওই সমন জারি করেছেন। গৌতমবাবুকে ৬ জুন আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। পানিহাটির একটি জনসভায় গৌতমবাবু তৃণমূল ‘যুবা’র সর্বভারতীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলেছিলেন, তার প্রেক্ষিতেই এই মামলা। অভিষেকের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, গৌতমবাবুর বক্তব্যে তাঁর মক্কেলের সততা ও নিষ্ঠায় আঘাত লাগার কথাও আবেদনে বলা হয়েছিল। এ দিন অভিষেকের পক্ষে সাক্ষ্য দেন তৃণমূল ‘যুবা’র রাজ্য সভাপতি কর্ণ শর্মা। আইনজীবী অনিন্দ্য রাউত কর্ণের সাক্ষ্য পড়ে শোনান। অভিষেক আদালতে জানান, পানিহাটির সভায় গৌতমবাবুর বক্তব্য তিনি নিজে শোনেননি। শুনেছিলেন কর্ণ। অভিষেক তা শুনেছিলেন কর্ণের কাছ থেকে। একটি প্রশ্নের জবাবে গৌতমবাবু এ দিন জানান, তাঁর আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই যা করণীয়, তা করবেন।

অবরোধ সোমবার
প্রস্তাবিত খাদ্য সুরক্ষা বিলের বাইরে থাকা ৩৩% মানুষকে ন্যূনতম সহায়ক মূল্যের অর্ধেক দামে খাদ্যপণ্য দেওয়ার দাবি জানাল অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই দাবিতে সম্প্রতি দিল্লিতে সংসদ অভিযানের পরে ২০ মে ১১-১২টা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.