মাদ্রাসা
সংখ্যায় এগিয়ে ছাত্রীরা, পিছিয়ে পাশের হারে
মাদ্রাসায় সংখ্যার বিচারে ছাত্রীরা অন্যান্য বারের মতো এ বছরেও ছাত্রদের হারিয়ে দিয়েছে ঠিকই। কিন্তু পাশের হারে তারা অনেকটাই পিছিয়ে। সব মিলিয়ে মাদ্রাসার ফলাফলে ছাত্রীদের পিছনে ফেলে দিল ছাত্রেরা। যদিও এতে নতুনত্ব কিছু নেই। প্রতি বছরই ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার বেশি থাকে। কিন্তু গত বার মেধা-তালিকায় ছাত্রীরা যথেষ্ট এগিয়ে থাকলেও এ বছর সেখানে তারা তেমন জায়গা পায়নি।
এমনটা হচ্ছে কেন? মাদ্রাসা শিক্ষা পর্ষদের মতে, মাদ্রাসায় মূলত গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে আসে। ওই সব পরিবারে মেয়েরা সাধারণত উপেক্ষিতা। এই সামাজিক অবস্থানের কোনও পরিবর্তন এখনও হয়নি বলেই অনেক মেয়ে মাদ্রাসায় পড়তে এলেও মেধা-তালিকা বা পাশের হারে তেমন করে জায়গা করতে পারছে না।
শুক্রবার এ বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল বেরিয়েছে। এ দিনই মাদ্রাসার প্রধানদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হয়। কোনও পরীক্ষাতেই পাশের হারে আগের বছরের থেকে উল্লেখযোগ্য ফারাক ঘটেনি। হাই মাদ্রাসায় এ বার পাশের হার ৭৭.৬০%, আলিমে ৭৬.৯৭%, ফাজিলে ৭৭.৭১%। হাই মাদ্রাসায় ছেলেদের পাশের হার ৮৩.৩৫%, মেয়েদের ৭৪.৬৯%। আলিমে এই হার যথাক্রমে ৮৬.৭৫% এবং ৬৬.৯৩%। ফাজিলে ৮১.৩৭% এবং ৬৮.৬৫%।
তিনটি পরীক্ষাতেই ১০০ করে মোট ৩০০ জনের মেধা-তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। হাই মাদ্রাসায় প্রথম হয়েছে বেলপুকুর হাই মাদ্রাসার ছাত্র মাসুদ রেজা, আলিমে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার মহম্মদ মোজাম্মেল হোসেন এবং ফাজিলে স্বরূপনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসার আবুল কালাম সর্দার।
যে-সব পরীক্ষার্থী কম্পার্টমেন্টাল পেয়েছে, তাদের যাতে এক বছর নষ্ট না-হয়, সেই জন্য মিড-টার্ম পরীক্ষা নেয় মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এ বছর ওই পরীক্ষা শুরু হবে ৪ জুন, চলবে ৯ জুলাই পর্যন্ত। ওই পরীক্ষার জন্য সংশ্লিষ্ট মাদ্রাসা মারফত ২৩ মে-র মধ্যে পরীক্ষার্থীদের আবেদন জানাতে হবে বলে পর্ষদ-কর্তৃপক্ষ জানিয়েছেন। যে-সব বহিরাগত প্রার্থী হাই মাদ্রাসা ও ফাজিল পরীক্ষায় বসতে চান, তাঁরা ১৭ মে থেকে ২৯ মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। পরীক্ষায় বসার ছাড়পত্র পাওয়ার জন্য এঁদের কোয়ালিফাইং টেস্ট শুরু হবে ২৪ জুন।

হাই মাদ্রাসার প্রথম পাঁচ
প্রথম: মাসুদ রেজা (৭৩৩)
দ্বিতীয়: সৈয়দ রামেজ আলি (৭৩২)
তৃতীয়: রোশনারা খাতুন (৭২৮)
চতুর্থ: রেজওয়ানুল হক মণ্ডল (৭২৭)
পঞ্চম: আজিজুর রহমান (৭২৩)।

আলিমের প্রথম পাঁচ
প্রথম: মহম্মদ মোজাম্মেল হোসেন (৭৭৬)
দ্বিতীয়: মহম্মদ সানোয়ার হোসেন পাইক (৭৭৩)
তৃতীয়: সইফুল ইসলাম (৭৬৬)
চতুর্থ: আখতার হোসেন (৭৫২)
পঞ্চম: মহম্মদ সাবির হোসেন (৭৩৯)।

ফাজিলের প্রথম পাঁচ
প্রথম: আবুল কালাম সর্দার (৫৫০)
দ্বিতীয়: মহম্মদ নাজমুল আরেফিন (৫৩৩)
তৃতীয়: শামসুন নাহার (৫২৮)
চতুর্থ: মহম্মদ জসিমুদ্দিন মোল্লা (৫২৬) ও মহম্মদ জুবেইর আলম (৫২৬)
পঞ্চম: শাফিকা খাতুন (৫২৪)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.