টুকরো খবর
খুশির জোয়ার দুই পরিবারে
মুর্শিদাবাদের প্রান্তিক শহর জঙ্গিপুর ও ধুলিয়ানের দুই মেয়ে জিনাতুন নেশা ও সুরাইয়া পরভিন হাইমাদ্রাসায় নজরকাড়া ফল করে সকলকে চমকে দিয়েছে। জঙ্গিপুরের মুনিরিয়া হাই মাদ্রাসার ছাত্রী জিনাতুন পেয়েছে ৭১৮। ধুলিয়ানের হাইমাদ্রাসা থেকে পাশ করেছে সুরাইয়া। জিনাতুলের চেয়ে মাত্র এক নম্বর কম, ৭১১ পেয়েছে সে। জেলায় মেয়েদের মধ্যে তারাই উপরের দিকে রয়েছে। শুক্রবার ফল বেরনোর পরে দুই প্রান্তিক গ্রামের জিনাতুন আর সারাইয়া বলছেন, তাঁদের স্বপ্ন চিকিৎসক হওয়া। ফলাফলের জন্য অপেক্ষা না করেই দু জনেই অবশ্য শিলিগুড়ি আর খলৎপুরের আল আমিন মিশনে একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে। জিনাতুন নেশার বাড়িতে খুশির বন্যা। ডাক বিভাগের কর্মী ইউনুস মিঞার চার মেয়ের মধ্যে জিনাতুন ছোট। জিনাতুন জানায়, বাবা ও মা পাশে না থাকলে এমন ফল করতে পারত না সে। বলে, “ডাক্তার হতে পারলে খুশি হব।’’ বাবা ইউনিস মিঞা বলেন, “মেয়ে ফিরুক। অপেক্ষায় আছি।” সুরাইয়ার বাবা বসির আহমেদ ফরাক্কার এক প্রাথমিক স্কুলের শিক্ষক। এক মাত্র মেয়ের েই সাফল্যে বাবা বলেন, “বরাবরই ইচ্ছে ছিল হাই মাদ্রাসা থেকে মেয়েকে পড়িয়ে ভাল ফল করাব। কিন্তু খুশির দিনে মেয়েটাই তো ঘরে নেই। সেই খলৎপুরে। ও ফিরুক। আনন্দ তোলা থাকল।”

মহিলা খুনে ধৃত ‘প্রেমিক’
যার ভরসায় স্বামীকে ছেড়েছিলেন সেই প্রেমিকের হাতেই কৃষ্ণগঞ্জের বানপুর কলোনিপাড়ার যমুনা বাগ (৩৫) খুন হয়েছেন বলে পুলিশের ধারনা। খুনের অভিযোগে শুক্রবার পুলিশ তার প্রেমিক বিশ্বনাথ মণ্ডলকে গ্রেফতার করেছে। পাকড়াও করা হয়েছে বিশ্বনাথের বন্ধু তাপস মণ্ডলকেও। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। দু’জনকে ধরা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, বছর পনেরো আগে তাহেরপুরের বাসিন্দা প্রদীপ বাগের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। ইদানীং তিনি বাবার বাড়িতেই থাকছিলেন। গ্রামেরই বাসিন্দা বিশ্বানাথ মণ্ডলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি যমুনাদেবীকে সন্দেহ করতে থাকে তাঁর প্রেমিক। ১৩ মে বিশ্বনাথ বাড়ির পিছনের কলাবাগানে ডাকে যমুনাদেবীকে। সঙ্গে ছিল তার স্যাঙাত তাপস। অভিযোগ, এরপর ধর্ষণ করে খুন করা হয় ওই মহিলাকে। দিন দু’য়েক পর তাঁর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ।

মারধরের অভিযোগ
তৃতীয় বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল সালার মোজাফ্ফর আহমেদ মহাবিদ্যালয়ের এক করণিকের বিরুদ্ধে। জখম ওই ছাত্র কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, শুক্রবার কলেজে অ্যাডমিট কার্ড আনতে যান পড়ুয়ারা। কলেজের ‘ক্লার্ক’ গোলাম মৌলা অহেতুক তা দিতে দেরি করে বলে অভিযোগ। সিফাক প্রতিবাদ করায় তাঁর চোখে মুখে ওই করনিক কিল ঘুষি মারে বলে অভিযোগ। আহত ওই পড়ুয়া ছাত্র পরিষদের সমর্থক। সালার ব্লক কংগ্রেসের সভাপতি খাদিম দস্তোগির বলেন, “ওই কলেজ কর্মী সিপিএমের লোকাল কমিটির সম্পাদক। তাই আমাদের সংগঠমের সমর্থককে মারধর করেছে।” যদিও গোলাম মৌলা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা মারধরের নালিশ উড়িয়ে দিয়েছেন।

ঝড়ে ক্ষতি
ঘণ্টা খানেকের ঝড় বৃষ্টিতে নাকাশিপাড়ার ধর্মনারায়নপুর, ধাপাড়িয়া ও ন্যাচপোতা এলাকার প্রায় ৩২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেওয়াল চাপা পড়ে জখম হয়েছেন ৫ জন। ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সুজাতা হালদার বলেন, “শুক্রবার ভোর নাগাদ আচমকা ঝড় শুরু হয়। তাতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়িও ভেঙে পড়েছে।” নাকাশিপাড়ার বিডিও হেমন্ত ঘোষ বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া হয়েছে ত্রানসামগ্রী। তার্পোলিন দেওয়া হয়ছে দুর্গত পরিবারগুলিতে।”

আত্মঘাতী যুবক
গলায় ফাঁস লাগিয়ে শুক্রবার চন্দন ঘোষ (২২) নামে এক যুবক আত্মঘাতী হয়েছেন। বাড়ি বড়ঞার খরজুনায়। পুলিশ জানায়, তাঁকে কান্দি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। দিন কুড়ি আগে তাঁর স্ত্রী আত্মঘাতী হন। সেই শোকেই তিনি গলায় দড়ি দেন বলে পুলিশের ধারনা।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রের। নাম পলাশ ঘোষ (১৭)। বাড়ি শান্তিপুরের গোবিন্দপুর সুকান্তপল্লীতে। শুক্রবার দুপুরে গোবিন্দপুর গলায়দড়ির কাছে রানাঘাটগামী একটি ট্রাক ওই পড়ুয়ার সাইকেলে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় মৃত
বাস চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম সুচিত্রা বিশ্বাস (২৪)। বাড়ি চাকদহের সিলিন্দা এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার সকাল নাগাদ ওই মহিলা স্বামীর সঙ্গে মোটর বাইকে চেপে স্টেশনের দিকে যাচ্ছিলেন। স্টেশনে ঢোকার মুখে লালপুরে বাইক থেকে পড়ে যান সুচিত্রাদেবী। পিছন থেকে একটি বাস তাঁকে চাপা দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.