ক্রিকেট কেলেঙ্কারির পরের দিন
দিনভর নাটক
দিল্লি পুলিশের জেরার সামনে সকালেই রাজস্থান রয়্যালস স্পিনার অঙ্কিত চহ্বাণের অপরাধ কবুল।
দুপুরের দিকে চহ্বাণ পুলিশের কাছে আরও দুই ক্রিকেটারের নামা জানালেন, যাঁরা নাকি এ বারের আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত। যদিও তাঁদের নাম মিডিয়ার কাছে পুলিশ জানায়নি।
শ্রীসন্তের আইনজীবী সারা দিন ‘শ্রীসন্ত নিরপরাধ’ দাবি করা সত্ত্বেও দুপুরের দিকে বিশেষ সেলে পুলিশের জেরায় দোষ কবুল স্বয়ং কেরলের টেস্ট ক্রিকেটারের।
এ বারের আইপিএলের আরও ১৫টি ম্যাচকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। এক নিউজ চ্যানেলের দাবি, যার মধ্যে ইডেনে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ম্যাচ আছে।
আইপিএল-কেলেঙ্কারির জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ১৯ মে চেন্নাইয়ে ওয়ার্কিং কমিটির বিশেষ জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিল।
প্রথম দিন পুলিশের জালে ধরা পড়া ১১ বুকির একজন প্রাক্তন রাজস্থান রয়্যালস ক্রিকেটার অমিত সিংহ, জানা যায় এ দিন।
তিন টিমমেট স্পট ফিক্সিংয়ে গ্রেফতার হওয়ার পর প্রথম ম্যাচ খেলল রাজস্থান। হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে।
কেরল রাজ্য লটারির বিজ্ঞাপন থেকে শ্রীসন্তকে সরানো হল।
বোর্ড প্রেসিডেন্টের শহর চেন্নাইয়ে পুলিশি তল্লাসিতে ছয় বুকি গ্রেফতার।

সরব ক্রিকেট দুনিয়া
শেন ওয়ার্ন
...শ্রীসন্তদের দুর্নীতিটা যেন চোয়ালে একটা সজোরে ঘুসি খাওয়ার মতো। যেটা ক্রিকেটকে খেতে হয়েছে। রাহুল আর ওর টিমকে আজ আগের চেয়েও বেশি সমর্থন করছি।

সুনীল গাওস্কর
...বোর্ডের উচিত ধোনি, তেন্ডুলকর, কুম্বলে, দ্রাবিড়ের মতো সিনিয়রদের ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে শিক্ষায় ব্যবহার করা। ওরা সবচেয়ে ভাল জানে মাঠে ঠিক কী ভাবে খেলতে হয়। ড্রেসিংরুমে ঠিক কী ভাবে থাকতে হয়। মাঠের বাইরে ঠিক কী রকম জীবনযাপন করতে হয়। জুনিয়রদের এই সিনিয়ররা দুর্নীতি প্রতিরোধে এমন এক সিস্টেমের আন্দাজ দিতে পারবে যাতে এমনটা ভবিষ্যতে না হয়।

অ্যাডাম গিলক্রিস্ট
...কোনও প্লেয়ার তার খেলাটার সঙ্গে কোনও রকম বেইমানি করেছে প্রমাণিত হলে আমার মতে অপরাধীর একটাই শাস্তি যাবজ্জীবন নির্বাসন। এই তিন ক্রিকেটারও দোষী প্রমাণিত হলে ওদের সারা জীবন নির্বাসিত করা হোক।

অনুরাগ ঠাকুর (বোর্ডের যুগ্ম সচিব)
...প্রাক্তন ক্রিকেটাররা যাঁরা এখন আইপিএলকে গালাগাল দিচ্ছেন, তাঁরাও কিন্তু টিভিতে এই টুর্নামেন্টের ধারাভাষ্য দিয়ে আর চ্যানেলে-চ্যানেলে ভাষণ দিয়ে কোটি কোটি টাকা রোজগার করছেন। তাঁরা যদি মনে করেন, এগুলো কালো টাকা তা হলে সেটা ওঁদের না নেওয়াই তো উচিত।

রাজীব শুক্ল (আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান)
...১৯ তারিখের সভায় আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। অপরাধীদের বিরুদ্ধে যথাসম্ভব কঠিনতম সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রিকেটার থেকে জুয়াড়ি
নাম: অমিত সিংহ
বয়স: ৩১
জন্ম: কর্নাটকে। থাকেন আমদাবাদে।
গুজরাত রঞ্জি দল ও রাজস্থান রয়্যালসের প্রাক্তন ক্রিকেটার। ডানহাতি মিডিয়াম পেসার। ২০টি প্রথম শ্রেণির ম্যাচে ৫২ উইকেট।
শেষ মাঠে নেমেছেন: গত বছর নভেম্বরে সৌরাষ্ট্রর বিরুদ্ধে রঞ্জিতে।
আইপিএল টু-এ রাজস্থান রয়্যালসে যোগ দেন। প্রথম বছরেই পাঁচ ম্যাচে ন’উইকেট নিয়ে শেন ওয়ার্নের পছন্দের ক্রিকেটার হয়ে ওঠেন। যদিও সে বারই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাঁর বিরুদ্ধে দু’বার অভিযোগ জানান আম্পায়াররা। ২০১১ ও ২০১২- আইপিএলেও রাজস্থান রয়্যালসে নিয়মিত ছিলেন। আইপিএলে ২৩ ম্যাচে ২৮ উইকেট।
সাম্প্রতিক স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ধরা পড়া বুকিদের মধ্যে তিনিও থাকায় বোর্ড তাঁকে নির্বাসিত করেছে।
বুকিদের হয়ে ‘ট্যালেন্ট স্পটার’-এর কাজ করতেন। অর্থাৎ কোন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ে জড়ানো যাবে তার সন্ধান দিতেন বুকিদের। ক্রিকেটার-বুকি ‘ডিল ফিক্স’ করতেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.