|
|
|
|
সন্ত্রাস যোগ নেই, জামিন লিয়াকতের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কোনও জঙ্গি যোগ খুঁজে না পাওয়ায় লিয়াকত শাহের জামিন মঞ্জুর করল দিল্লির এক আদালত। শুক্রবার ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন হয়।
তবে এই মুহূর্তে দেশের বাইরে
যেতে পারবেন না লিয়াকত। আদালতের অনুমতি না নিয়ে বাড়িও বদল করতে পারবেন না তিনি।
গত ২২ মার্চ জম্মু ও কাশ্মীরের জামা মসজিদ এলাকায় একটি অতিথি নিবাস থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড, একটা একে-৫৬ রাইফেল আর একটা দিল্লির মানচিত্র উদ্ধার করে দিল্লি পুলিশ। এর পরেই ওই অস্ত্র রাখার অভিযোগে কুপওয়ারা থেকে লিয়াকতকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাদের দাবি ছিল, দোলের সময়ে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানার ছক কষছিলেন লিয়াকত।
কিন্তু দিল্লি পুলিশের এই দাবি মানতে চায়নি জম্মু ও কাশ্মীর পুলিশ। তাদের দাবি, এক সময়ে হিজবুল মুজাহিদিন সদস্য ছিলেন লিয়াকত। ১৯৯৭ সালে তিনি পাকিস্তান পালিয়ে যান। পরে জম্মু ও কাশ্মীর সরকার পলাতক জঙ্গিদের পুনর্বাসন প্রকল্পের ঘোষণা করলে আত্মসমর্পণের জন্য চলতি বছরেই সপরিবার দেশে ফিরে এসেছিলেন লিয়াকত। মুখ্যমন্ত্রী
ওমর আবদুল্লাও লিয়াকতের গ্রেফতারির নিন্দা করেন। তিনি জানান, লিয়াকতের গ্রেফতারিতে রাজ্যের পুনর্বাসন প্রক্রিয়া ধাক্কা খাবে।
ঘটনার তদন্ত জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দেয় দিল্লির ওই আদালত। শুক্রবার এনআইএ আদালতে একটি হলফনামা দিয়ে জানায়, কোনও সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে লিয়াকতের যোগ খুঁজে পাওয়া যায়নি। জম্মু ও কাশ্মীরের ওই অতিথিশালা থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, সে সম্পর্কে লিয়াকত কিছু জানতেন না বলেও ওই হলফনামায় বলা হয়েছে। এর পরেই লিয়াকতের জামিন মঞ্জুর করে আদালত। ওমর আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে এনআইএ-র তরফে জানানো হয়েছে তদন্ত চলবে।
|
পুরনো খবর: লিয়াকত-কাণ্ডে তদন্ত করুক এনআইএ: ওমর |
|
|
|
|
|