টুকরো খবর
পুল বন্ধ, সাঁতার এ বার জলাশয়ে
ছ’মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শহরের এক মাত্র সুইমিং পুল। এক সাঁতারুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আলমগঞ্জের কল্পতরু মাঠ সংলগ্ন ওই সুইমিং পুলটি সিল করে দেয় পুলিশ। তার জেরে এ বার আন্তঃমহকুমা সাঁতার প্রতিযোগিতা রবিবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভাতছালা কলোনির একটি জলাশয়ে। প্রতিযোগিতায় যোগ দেবে বর্ধমান, কালনা, কাটোয়া, আসালসোল ও দুর্গাপুরের প্রায় ২০০ জন সাঁতারু। বর্ধমান জেলা সাঁতার সংস্থার সম্পাদক অলোক চক্রবর্তী বলেন, “সুইমিংপুল বন্ধ থাকায় জলাশয়ে সাঁতার প্রতিযোগিতা করতে হবে।” তবে প্রতিযোগিতার আগে জলাশয়টিকে জীবাণুমুক্ত করা হবে কি না, তা বলতে পারেননি তিনি। সংস্থার যুগ্ম সম্পাদক বিশ্বজ্যোতি ভট্টাচার্য বলেন, “জলাশয়টিকে জীবাণুমুক্ত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাতে খরচ খুবই বেশি।”

৩০০ বস্তা গম আটক জোতরামে
পঞ্জাবের এফসিআইয়ের ছাপ মারা ৯ বস্তা গম মিলল জোতরামের এক ব্যক্তির গুদাম থেকে। স্থানীয় মানুষের তৎপরতায় ট্রাকটি থেকে আরও ৩০০ বস্তা গম উদ্ধার হয়। এই ঘটনার প্রতিবাদে গুদামটিকে ঘেরাও করে রাখেন স্থানীয় মানুষ। তাঁদের দাবি, রেশনের সামগ্রী ওই গুদাম মারফত পাচার করা হচ্ছিল। ওই গুদামের মালিক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। বর্ধমান-২ ব্লকের বিডিও ও খাদ্য দফতরের আধিকারিকেরা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। জেলা খাদ্য দফতর সূত্রে বলা হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অজয়ে দেহ উদ্ধার
অজয় থেকে রবীন্দ্রনাথ হালদার(৪৫) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ। শুক্রবার সকালে কাটোয়ার শাঁখাই ঘাটের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরের মাঙ্গনপাড়ায়। বুধবার ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। তাঁর পরিবারের লোকজন স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন।

কেতুগ্রামে অনুষ্ঠান
বঙ্কিম-যুগের সাহিত্যিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হল শুক্রবার। কেতুগ্রামের গঙ্গাটিকুরি গ্রামে এই অনুষ্ঠান হয়। সাহিত্যিক সেখানকারই বাসিন্দা ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.