পাহাড়ে প্রভাব বাড়াতে উদ্যোগী মমতা
রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে জিটিএ-কে সাহায্যের আশ্বাস দিলেও রাজনৈতিক ভাবে তিনি যে গোর্খা জনমুক্তি মোর্চার উপরে চাপ বজায় রাখবেন, তা আরও স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বারের পাহাড় সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার দার্জিলিঙের রিচমন্ড হিলে দলীয় বৈঠকে পাহাড়ের তৃণমূল নেতাদের কাছে ‘নির্ভয়ে’ সাংগঠনিক কাজকর্ম চালানোর নির্দেশ দিয়েছেন মমতা। এমনকী, রাজ্যের পঞ্চায়েত ভোট-পর্ব চুকলেই দার্জিলিং পাহাড়ে তৃণমূলের প্রকাশ্য সমাবেশের আয়োজনের প্রস্তুতি নিতেও বলেছেন তৃণমূল নেত্রী। যেখানে তিনিও থাকবেন। মমতা বলেছেন, “আপনারা নির্ভয়ে সংগঠনের কাজ করুন। আমরা সব সময় আপনাদের পাশে আছি।” দলীয় সূত্রের খবর, অগস্টেই দার্জিলিঙে ওই দলীয় সভা করতে পারে তৃণমূল।
ওই বৈঠকে দার্জিলিং, কালিম্পং, মিরিক, সুকনার মতো কয়েকটি জায়গায় তৃণমূলের দলীয় দফতর খুলতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ও। তিনি বলেন, “পাহাড়ে আমাদের সাংগঠনিক শক্তি খুবই কম। তবে পাহাড়ের নেতা-কর্মীরা আন্তরিক ভাবে সংগঠনকে জোরদার করতে চান। আমরা সব রকম সাহায্য করব।”
মোর্চা নেতৃত্বও পাল্টা চাপ দেওয়ার কৌশল ঠিক করতে আজ, শুক্রবার বৈঠকে বসছেন। মোর্চার অন্দরের খবর, সেখানেই তরাই-ডুয়ার্সের সমতল এলাকায় দলীয় সমাবেশ নিয়ে আলোচনা হবে। যদিও মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, “রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে কেন্দ্রকে সঙ্গে নিয়ে আমরা জিটিএ-এর সার্বিক উন্নয়ন করব। এর সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলা ঠিক নয়।” সেই সঙ্গেই তিনি বলেন, “তবে রাজনৈতিক কোনও চাপ এলে তা দলীয় ভাবে মোকাবিলা করাই প্রথা। আমরা তা-ই করব।”
এদিন বেলা ১২টা নাগাদ পাহাড়ের তৃণমূল নেত্রী নমিতা গৌতমের নেতৃত্বে এক প্রতিনিধি দল মমতার সঙ্গে দেখা করেন। দল সূত্রের খবর, সেখানে মোর্চার কিছু নেতার মদতে পাহাড়ের তৃণমূলের নেতাদের চাপা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। প্রসঙ্গত, নমিতাদেবীর হাত ধরেই কালিম্পঙে নারী মোর্চার উত্থান হয়। তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব দলনেত্রীর নির্দেশে এই সব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনকে অনুরোধ করেন। রাজ্য সরকারের তরফে জিটিএ-এর মনোনীত সদস্য তথা দার্জিলিঙের তৃণমূল নেতা মিলন ডুকপা বলেন, “এই প্রথম দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করলেন। নির্ভয়ে কাজ করতে বললেন। সমাবেশের প্রস্তুতি নিতেও শুরু করেছি। আমরা জিটিএ চালাতে যেমন মোর্চাকে সাহায্য করব, তেমনই পাহাড়ে যাতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে, সে জন্য দলীয় কর্মসূচিও চালিয়ে যাব।”
শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু কটাক্ষ করেন, পাহাড়ের আবহাওয়া এখন ভাল হলেও, ‘পাহাড় হাসছে’ তা বলা যাবে না। তাঁর পর্যবেক্ষণে, “পাহাড়ে মোর্চার সঙ্গে মনে হচ্ছে একটা বোঝাপড়া হয়েছে। তবে পাহাড়ের আবহাওয়া ভাল। তাতে পর্যটকেরা হাসছেন। তাই বলে পাহাড় হাসছে বলা যাবে না।”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.