|
|
|
|
আবেদন জানাবে সিপিএমও |
সারদায় সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে মান্নান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের তদন্তে ভরসা নেই। এই অবস্থায় সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সিপিএম। বসে নেই কংগ্রেসও। সারদা কাণ্ডের পরিপ্রেক্ষিতে লগ্নি সংস্থার কাজকর্ম নিয়ে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। দু’-এক দিনের মধ্যেই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন মান্নানের আইনজীবী শুভাশিস ভৌমিক।
সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বৃহস্পতিবার মান্নান বলেন, “সারদা-কাণ্ড তো বটেই, বিভিন্ন চিট ফান্ডে টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন, সেই আমানতকারীদের স্বার্থ রক্ষায় এবং যাঁরা এই প্রতারণার সঙ্গে জড়িত এবং যাঁরা এই প্রতারণায় মদত দিয়েছেন, তাঁদের শাস্তির দাবিতেই আমি ব্যক্তিগত ভাবে সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করছি।” অন্য দিকে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক গৌতম দেব বৃহস্পতিবার ভাঙড়ের বানতলায় এক জনসভায় বলেন, “এ রাজ্যে সারদা কাণ্ডে সিবিআই তদন্ত অত্যন্ত জরুরি। আমাদের আইনজীবী সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন।”
সারদা-কাণ্ডে তদন্তের ভার রাজ্য গোয়েন্দা দফতরকে (সিআইডি) দিয়েছে সরকার। কিন্তু সিআইডি-র কাজে সন্তুষ্ট নয় বিরোধী রাজনৈতিক দলের নেতারা। কেন তিনি সিবিআই তদন্তের দাবিতে মামলা করছেন তা জানাতে গিয়ে মান্নান বলেন, “সারদা-কাণ্ডে তদন্ত চলছে ধীর গতিতে। এমনকী রাজ্য সরকার
এখনও পর্যন্ত সারদা গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ জানায়নি বা মামলা করেনি। কিন্তু প্রতারিত হয়ে একের পর এক আমানতকারী, এজেন্ট আত্মহত্যা করছেন। এর পরেও রাজ্য সরকারের কোনও হেলদোল নেই।”
লগ্নি সংস্থার বেআইনি কাজ নিয়ে ইতিমধ্যেই সংসদে পশ্চিমবঙ্গের
৭৩টি সংস্থার তালিকা পেশ করেছেন কোম্পানি বিষয়ক দফতরের মন্ত্রী সচিন পায়লট। সেই তালিকা ধরেই মান্নান মামলা করছেন। তাঁর
কথায়, “সিবিআই তদন্ত আমি
চাইছি কারণ, সারদা থেকে শুরু করে বিভিন্ন চিট ফাণ্ডের কারবারে শুধু আমাদের রাজ্যের নয়, অন্যান্য রাজ্যের প্রভাবশালী, গণ্যমান্য ব্যক্তিরাও জড়িত। তাঁদের জিজ্ঞাসাবাদ বা তদন্ত সিআইডির পক্ষে করা
সম্ভব নয়।”
|
পুরনো খবর: সিবিআই রাজি সারদায়, চাপে তৃণমূল |
|
|
|
|
|