টুকরো খবর
হিমাংশু-সহ ৪ জনের এ বার আত্মসমর্পণ
এ বার নন্দীগ্রাম নিখোঁজ মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন খেজুরির সিপিএম নেতা নেতা তথা দলের জেলা কমিটির সদস্য হিমাংশু দাস, প্রশান্ত মাইতি, রবিউল হোসেন-সহ চার জন। ২০১১ সালের অক্টোবর মাসে নন্দীগ্রাম নিখোঁজ মামলা নিয়ে সিআইডি তদন্তে নামার পরই আত্মগোপন করেন একদা খেজুরির দাপুটে সিপিএম নেতা হিমাংশু দাস, রবিউল হোসেন, প্রশান্ত মাইতিরা। সিআইডি ২০১২ সালের ৩০ জানুয়ারি হলদিয়া মহকুমা আদালতে লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া, হিমাংশু দাস, বিজন রায়-সহ ৮৮ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। গত বছর মার্চ মাসে সিআইডি পলাতক লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়াকে মুম্বই থেকে গ্রেফতার করে। প্রায় চার মাস জেল হেফাজতে থাকার পরে হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তাঁরা। এরপর ওই মামলায় অভিযুক্ত নন্দীগ্রামের সিপিএম নেতা অশোক বেরা, খেজুরির বিজন রায়-সহ দলের বেশ কিছু নেতা-কর্মী আত্মসমর্পণ করেন। তাঁরাও শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। যা দেখে দেড় বছরের বেশি সময় ধরে পলাতক থাকার পর খেজুরি-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি হিমাংশু দাস, দলের জোনাল কমিটির সদস্য রবিউল হোসেন, দলের জেলা কমিটির সদস্য প্রশান্ত মাইতি ও নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার সিপিএম কর্মী বিশ্বজিৎ ধাড়া বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক কৌশিক ভট্টাচার্য তাঁদের জেল হেফাজতে রেখে ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতে হাজির করার নির্দেশ দেন।

পুরনো খবর:
বেতন না পেয়ে কাজ বয়কটে নিরাপত্তাকর্মীরা
বেতন না পেয়ে বুধবার রাত থেকে কাজে যোগ দিলেন না কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তারক্ষীদের অতিরিক্ত সময় কাজ করানো হচ্ছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার পুলক রায় বলেন, “আমরা ঠিকাদার সংস্থাকে যথাসময়ে টাকা দিয়ে দিয়েছি। ওদের নিজেদের মধ্যে সমস্যার কারণে এটা হয়েছে। ঠিকাদার সংস্থাকে বিষয়টা দেখতে বলেছি।” কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশপথ ও ভিতরে বিভিন্ন ওয়ার্কশপে প্রায় ৮০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী রয়েছেন। দৈনিক ২২৭ টাকা পারিশ্রমিকে মাসে ৫ থেকে ৬ হাজার টাকা আয় এই নিরাপত্তাকর্মীদের। ১৪ মাস আগে নতুন ঠিকাদার সংস্থা আসার পর থেকেই বেতন দেওয়া নিয়ে অনিয়ম চলছিল। ঠিকাদার নিযুক্ত নিরাপত্তাকর্মীদের অভিযোগ, সাধারণ ভাবে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বেতন হত। কিন্তু মে মাসের ১০ তারিখ পার হলেও গত এপ্রিল মাসের পারিশ্রমিক দেয়নি ঠিকাদার সংস্থা। এর ফলে প্রায় ৮০ জন নিরাপত্তাকর্মী আর্থিক সঙ্কটে পড়েছেন।

জমি-জট কাটল না
জমি-জায়গা সংক্রান্ত সমস্যা মিটল না এগরার খেজুরদা মৌজার হরিকর পুকুর পাড়ে। বুধবার মীমাংসা চেয়ে এগরার বিধায়ক সমরেশ দাসের বাসুদেবপুর গ্রামের বাড়িতে গিয়ে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন পাট্টাদার চারটি পরিবারের জনা চল্লিশেক সদস্য। বিধায়ক নিজে ছিলেন কলকাতায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরী, প্রধান শ্রীপতি প্রধানরা। পুরষদের সঙ্গে মহিলা ও শিশুরাও ধর্না দেওয়ায় মানবিকতার খাতিরে তাঁদের মধ্যাহ্ণভোজনের ব্যবস্থা করেন বিধায়কের বাড়ির লোকজন। বৃহস্পতিবার দু’পক্ষকে নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু এক পক্ষ না-আসায় এ দিনও বৈঠক হয়নি। প্রশাসন সূত্রে খবর, এগরার মঞ্জুশ্রী পঞ্চায়েত এলাকার হরিকর পুকুর পাড়ে কয়েকদফায় বেশ কিছু পরিবারকে পাট্টা দেওয়া হয়। খাস জমিতে বসে স্থানীয় একটি হাটও। পাট্টা পাওয়া পরিবারগুলি জমির দখল নিতে গেলে দাগ নম্বর ও জমির পরিমাণ নিয়ে সমস্যা দেখা দেয়। এই নিয়ে অশান্তি চলছি। তদন্তে ভূমি দফতর জানতে পারে ওই জমিগুলির পুরনো ও নতুন নকশায় দিক নির্দেশ সংক্রান্ত ত্রুটিই যত সমস্যার মূলে। এরপর নকশা সংশোধনের জন্য ব্লক ভূমি দফতর রাজ্য ভূমি দফতরকে চিঠি পাঠায়। কিন্তু সমস্যা মেটেনি। সম্প্রতি বাসিন্দারা ফের সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় জড়ান।

আশাকর্মীদের বিক্ষোভ
দিনের পর দিন কাজ করেও উৎসাহ ভাতা না পেয়ে বৃহস্পতিবার মহিষাদল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন তাঁরা। আশাকর্মীদের অভিযোগ, ব্লকের ১৮১ জন আশাকর্মী গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত উৎসাহ ভাতা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তেরোশো টাকা আর্থিক অনুদান তো দূরের কথা। ইটামগরা-২ পঞ্চায়েতের মায়ারানি দলপতি, লখ্যা-১ পঞ্চায়েতের শম্পা মল্লিক, নাটশাল-১ পঞ্চায়েতের রুমু সামন্তদের অভিযোগ, “আশপাশের ব্লকগুলিতে ঠিক সময়েই সকলে উৎসাহ ভাতা পাচ্ছেন। ব্লক স্বাস্থ্য আধিকারিকের উদাসীনতাতেই আমাদের এই দশা।” যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক বিশ্বজ্যোতি জানা বলেন, “ রিপোর্ট নির্দিষ্ট সময়েই পাঠানো হয়। ভাতা কেন পাচ্ছেন না সেটা উর্ধ্বতন আধিকারিকেরা বলতে পারবেন। তবে সাত দিনের মধ্যেই আশাকর্মীরা ভাতা পাবেন বলে স্বাস্থ্যভবন জানিয়েছে।”

নাবালিকা ধর্ষণে অভিযুক্ত পড়শি
আট বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি তরুণের বিরুদ্ধে। হলদিয়ার বাড়উত্তরহিংলী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই নাবালিকার বাবা বুধবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বছর উনিশের রমেশ মাইতি ঘটনার পর থেকেই পলাতক। বৃহস্পতিবার বিকেলে হলদিয়া মহকুমা হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালিকাকে পুজোর নাম করে রমেশ নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। জানাজানি হলে বুধবার সন্ধ্যায় গ্রামে সালিশি বসে। অভিযুক্তের পরিবার টাকা দিতে চাইলে তা না নিয়ে বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা।

ঝড়ের আশঙ্কায় সতর্কতা উপকূলে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে কাঁথি উপকূলের মৎস্যজীবী ও পর্যটকদের সতর্ক করল প্রশাসন। সহ মৎস্যঅধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানান, “এই সময় সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় নৌকা ও ট্রলার থাকার কথা নয়। তবুও ঘূণিঝড়ের সম্ভাবনার কথা ভেবে কাঁথির শঙ্করপুর ও পেটুয়াঘাট-সহ মহকুমার ৪২টি মৎস্যখটি ও মৎস্যজীবী সংগঠনকে সতর্ক করা হয়েছে। অন্য দিকে, দিঘা মন্দারমণিতে পর্যটকদেরও মাইকিং করে সমুদ্রে না নামার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

নতুন ভবনের দ্বারোদ্ঘাটন
কাঁথি দেশপ্রাণ ব্লকের উত্তর পুরুষোত্তমপুরে বুধবার বিকেলে শিশু শিক্ষাকেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের দ্বারোদঘাটন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। শিশুশিক্ষা কেন্দ্রের জন্য ব্যয় হয়েছে ৯ লক্ষ টাকা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য খরচ হয়েছে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের-সহ সভাধিপতি মামুদ হোসেন, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা ও গ্রাম প্রধান তপন সামন্ত উপস্থিত ছিলেন।

অবৈধ নির্মাণ, আটক
সরকারি নিষেধাজ্ঞা না মানায় বুধবার সন্ধ্যায় মন্দারমণি সমুদ্র সৈকতে একটি নির্মীয়মাণ লজের ম্যানেজার-সহ তিন নির্মাণ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। এ ছাড়াও রামনগর থানার পুলিশ বেশ কিছু ইমারতি দ্রব্য-সহ একটি ট্রাক আটক করেছে।

প্রতিযোগিতায় সফল
ছবি: পার্থপ্রতিম দাস।
জাপানের ১৭-তম কানাগোয়া বেনিয়াল ওয়ার্ল্ড চিলড্রেন আর্ট প্রতিযোগিতায় সফল হল তমলুকের তিন খুদে। তাম্রলিপ্ত বালিকা বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির ছাত্রী পার্বতী দাস, সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দিশা মাইতি ও খণ্ডগ্রাম গণেশ হাইস্কুলের সপ্তম শ্রেণির শুভেন্দু মণ্ডল গত বছর অক্টোবরে ছবি পাঠিয়েছিল। তাদের ছবি মনোনীত হয়েছে বলে চিঠি এসেছে সদ্য। উচ্ছ্বসিত গলায় শহরের পদুমবসান এলাকার পার্বতী বলে “বড় হয়ে শিল্পী হতে চাই।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.