প্রভাব রাজ্যেও
বাংলাদেশে মহাসেন, জলোচ্ছ্বাসে মৃত ১২
ছ’দিনের যাত্রা শেষে গন্তব্যে পৌঁছল মহাসেন। এবং পৌঁছনোর পরেই ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে সে। বৃহস্পতিবার রাতেই এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েয়ছে বলে আবহবিদেরা জানান।
বাংলাদেশের আবহাওয়া দফতর সূত্রের খবর, এ দিন চট্টগ্রাম সংলগ্ন পটুয়াখালি উপকূলে আছড়ে পড়ে মহাসেন। হাওয়ার গতি ছিল ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটারের কাছাকাছি। ঝড়ের দাপটে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হয়। তাতে এক জন মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০০টি ঘরবাড়ি। উপকূলীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে বলেও খবর।
বাংলাদেশ প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজের জন্য তৈরি রাখা হয়েছে সে দেশের সেনা-বায়ুসেনা-নৌবাহিনীকে। প্রবল ঝড়বৃষ্টির জেরে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার থেকেই চট্টগ্রামের সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং অন্তর্দেশীয় নৌ-চলাচল বন্ধ রয়েছে।
শুধু বাংলাদেশ নয়, মহাসেনের প্রভাব পড়ছে ভারতেও। আলিপুর আবহাওয়া দফতরের এক আবহবিদ জানান, ওই ঘূর্ণিঝড়ের জেরে এ দিন বিকেল থেকে আজ, শুক্রবার রাতের মধ্যে অসমের বরাক উপত্যকা, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। তার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও। ইতিমধ্যেই ওই এলাকাগুলিতে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, এ দিন বিকেল থেকেই উত্তর-পূর্ব ভারতের কিছু কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
এ দিন সকাল থেকে আকাশ মেঘলা ছিল মহানগর-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, মহাসেনের প্রভাবেই এমন পরিস্থিতি। আজ, শুক্রবার কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে হাওয়া অফিস সূত্রের পূর্বাভাস।

পুরনো খবর:
কাবুলে জঙ্গি হানায় হত ১৪
কাবুলে ন্যাটোর এক কনভয়ে মানববোমা হামলায় আজ ১৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ছ’জন ন্যাটোর সেনা ও ঠিকাদার। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। ৩৭ জন আহতের মধ্যেও রয়েছে অনেক শিশু। প্রায় এক বছর কাবুলে এই ধরনের ভয়াবহ হামলা হয়নি বলে জানিয়েছে আফগান সরকার। আজ স্থানীয় সময় সকাল আটটা নাগাদ কাবুলের শাহ শাহিদ এলাকায় কনভয়ে হামলা চালায় জঙ্গিরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.