এ বার ম্যারাথনের শেষ ল্যাপে মহাসেন! আজ, বৃহস্পতিবার সকালেই তার চট্টগ্রাম পৌঁছনোর কথা ঘোষণা করেছেন আবহবিদেরা। এবং তার হাজির হওয়ার আগের দিন থেকেই রীতিমতো আতঙ্কের পরিবেশ বাংলাদেশ জুড়ে।
বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, বিমানবন্দরের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। এমনকী, ঝড়ের প্রভাবে পরিস্থিতি খারাপ হতে পারে আঁচ করে আগামী রবিবারের বন্ধ বাতিল করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-ও।
শনিবার শ্রীলঙ্কার কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয় ঘূর্ণিঝড় মহাসেন। তার পর থেকে প্রথমে ভারত উপকূলের দিকে এগোচ্ছিল। সোমবার রাত থেকে তা বাংলাদেশের দিকে ঘুরে যায়। বুধবার দুপুরে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত মহাসেন ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে এগোচ্ছে। উপকূলের দিকে এগোনোর ফলে তার গতিবেগ আরও বাড়তে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।
হাওয়া অফিস সূত্রের খবর, এ দিন বিকেল পর্যন্ত চট্টগ্রাম থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে ছিল সে। বৃহস্পতিবার সকালেই মহাসেনের চট্টগ্রাম অতিক্রম করার কথা। সে সময় ওই এলাকায় ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এবং সেই ঝড়েই চট্টগ্রাম-সহ গোটা বাংলাদেশে ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ প্রশাসনের কর্তারা। সে কারণে গোটা বাংলাদেশেই সতর্কতা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, মহাসেন বাংলাদেশের দিকে এগোনোর ফলে এ দিন রাত থেকেই সেখানে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। |