স্কুলের ভবন নির্মাণে সাংসদ তহবিল থেকে ৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার আশ্বাস পেয়েছে বালুরঘাট শহরের প্রাচ্যভারতী হাইস্কুল। বুধবার স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার ওই সাহায্যের কথা ঘোষণা করেন। অনুষ্ঠানের পরে স্কুল সম্পাদক স্বপন বিশ্বাস জানিয়েছেন, সাংসদ তহবিলের ওই টাকায় স্কুলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
|
পুলিশি হেফাজতে মৃত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণসভা হল রায়গঞ্জে। বুধবার দুপুরে রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে সভাটি হয়। তাতে হাজির ছিলেন স্থানীয় বাম নেতা-কর্মী ও সমর্থকেরা। এ দিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবব্রত দাস, এসএফআই নেত্রী মধুজা সেন রায়-সহ সংগঠনের জেলা স্তরের নেতা-কর্মীরাও।
|
পথ সংস্কারের দাবিতে ৯০ কিমি দূরে জেলা সদরে গিয়ে সরব পড়ুয়ারা। বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলাশাসকের সঙ্গে গিয়ে দেখা করে পড়ুয়ারা স্মারকলিপি দেয়। হরিরামপুর ব্লকের মিশন মোড় থেকে দানগ্রাম পর্যন্ত ১০ কিমি পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। গত সপ্তাহে পড়ুয়ারা হরিরামপুরে টানা ৫ ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এক কলেজ ছাত্র আবদুল কালাম আজাদ বলেন, “বিডিও আশ্বাস দিলেও পরে রাস্তা মেরামতি নিয়ে ব্লক প্রশাসনের সদর্থক ভূমিকা না দেখে আমরা বালুরঘাটে এসে জেলাশাসকের দ্বারস্থ হয়েছি।”
|
বিষক্রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ইসলামপুর সংলগ্ন বিহারের ঠাকুরগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশি সূত্র জানিয়েছেন, মহম্মদ রেহান (২৪)। রাতে বিষক্রিয়ায় রেহান অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |