টুকরো খবর |
বিপাকে কর্মপ্রার্থী
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
বান্দোয়ান ব্লক অফিসে কর্ম বিনিয়োগ কেন্দ্রের কর্মী না আসায় সমস্যায় পড়েছেন কর্মপ্রার্থী স্থানীয় তরুণ-তরুণীরা। জেলার প্রত্যন্ত এলাকার কর্মপ্রার্থীদের সুবিধার জন্য বান্দোয়ান-সহ কয়েকটি ব্লক অফিসে কর্মী নিয়োগ করেছিল কর্ম বিনিয়োগ কেন্দ্র। রাজ্য সরকার বেকার ভাতা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ায় এখন কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলিতে নাম নথিভুক্ত ও নবীকরন করতে অনেকেই ভিড় করছেন। কিন্তু সম্প্রতি বান্দোয়ান ব্লক অফিস থেকে কর্ম বিনিয়োগ কেন্দ্রের একমাত্র কর্মীকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। পরিবর্তে অন্য কোনও কর্মীকে দেওয়া হয়নি। বান্দোয়ানের বিডিও মধুসূদন মণ্ডল বলেন, “ওই কর্মী থাকায় এলাকার কর্মপ্রার্থীদের সুবিধা হচ্ছিল। তাঁর বদলি হওয়ায় তাই সমস্যা হচ্ছে।” পুরুলিয়া কর্মবিনিয়োগ কেন্দ্রের জেলা আধিকারিক অনুজ চক্রবর্তী বলেন, “বান্দোয়ানের কর্মী দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে।”
|
প্রধানের বিরুদ্ধে নালিশ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
গ্রামের অন্যত্র জলের সমস্যা রয়েছে। অথচ পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে টিউবওয়েল ও নলবাহিত জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানেই ফের নলকূপ বসানো হয়েছে। মানবাজারের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার এই অভিযোগ বিডিও-র কাছে জানিয়েছেন বাসিন্দাদের একাংশ। বাসিন্দা বিজয় দাস, তুলসী সেন, মহাবীর দত্ত বলেন, “এলাকার অন্যত্র জলের সমস্যা থাকলেও প্রধান নিজের বাড়ির সামনে ফের নলকূপ বসিয়ে যা করেছেন, তা স্বজনপোষনেরই উদাহরণ।” মানবাজারের পঞ্চায়েত প্রধান সিপিএমের অনুরুপা সেনের দাবি, “হাসপাতাল ফেরত রোগীদের জন্যই ওই নলকূপ বসানো হয়েছে।” মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “প্রধানের কাছে এ ব্যাপারে মন্তব্য চেয়েছি।”
|
ব্যাঙ্কের বিরুদ্ধে নালিশ বিষ্ণুপুরে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিষ্ণুপুর থানার রাধানগরের একটি শাখার বিরুদ্ধে কৃষিঋণ থেকে টাকা কেটে বিমা করানোর অভিযোগ তুলেছেন গ্রাহকেরা। কিষান ক্রেডিট কার্ডের আওতায় কৃষিঋণ নিতে গিয়ে এই সমস্যা হচ্ছে বলে কৃষকেরা মহকুমাশাসকের (বিষ্ণুপুর) কাছে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, “ওই ব্যাঙ্কের কিছু কর্মী আমাদের আগাম না জানিয়ে একটি সংস্থায় মোটা টাকা বিমা করিয়ে দিচ্ছেন।” মহকুমাশাসক অদীপকুমার রায় বলেন, “এমন হওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখব।” ওই ব্যাঙ্কের শাখা ম্যানেজার সুবোধ বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযোগকারীরা ২০১১-’১২ অর্থবর্ষে ঋণ নিয়েছিলেন। তখন আমি এখানে ছিলাম না। তাই কোনও মন্তব্য করবো না।”
|
জামাইয়ের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
স্ত্রীকে বাড়ি আনতে গিয়ে শ্বশুরবাড়িতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল। কোতুলপুর থানার ক্ষিরি গ্রামের ঘটনা। মৃতের নাম মানস পাল (২৫)। বিষ্ণুপুর থানার লয়ের গ্রামে তাঁর বাড়ি। বুধবার আরামবাগ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রের খবর, মানসের স্ত্রী পূজা কিছুদিন ধরে বাপেরবাড়ি ক্ষিরি গ্রামেই ছিলেন। মঙ্গলবার তাঁকে আনতে যান মানস। এ নিয়ে অশান্তি হয় বলে খবর।
|
ছাত্রনেতা নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা নিখোঁজ বলে তাঁর পরিবার পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করলেন। নিখোঁজ নেতা সমীর বন্দ্যোপাধ্যায় টিএমসিপি-র ছাতনা ব্লক সভাপতি। বুধবার রাতে তাঁর পরিবার ছাতনা থানায় অভিযোগ করেন। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পরে আর ফেরেননি। মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।
|
বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
শরীরে আঘাতের চিহ্ন থাকা এক বধূর দেহ মিলল মাঠে। বুধবার পুঞ্চা থানার পোড়াডি গ্রামের কাছ থেকে মমতা সোরেনের (২৬) দেহ উদ্ধার হয়। তিনি বাপের বাড়ি পোড়াডি গ্রামে থাকতেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
ঘরের মধ্যে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের ইদ্গামহল্লা থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের নাম গৌতম নাগ (৩৮)।
|
অবহেলায় |
|
ছবি: সুজিত মাহাতো |
পুরুলিয়া শহরের ফুসফুস হিসাবে পরিচিত সাহেব বাঁধ থেকে কচুরিপানা সরাতে অনেক দিন আগে নিয়ে আসা হয়েছিল এই সব বোট। পানা সরানো দূর অস্ত্, বোটগুলিও পড়ে থেকে থেকে নষ্ট হওয়ার মুখে। শহরবাসীর ক্ষোভ, এই বোটগুলিকেই পুরসভা চাইলে পানা সরানোর পাশাপাশি শীতের ময় পর্যটকদের বোটিংয়ের জন্য ব্যবহার করতে পারত। পুরসভা জানিয়েছে, সাহেব বাঁধ সংস্কারের কাজ শেষ হওয়ার পরে ওই বোটগুলি ব্যবহারের কথা ভাবা হবে। এই মুহূর্তে বোটগুলি সরানোর কোনও পরিকল্পনা নেই।
|
পুরনো খবর: সাহেববাঁধ নিয়ে কমিটি
|
বোমাতঙ্ক |
|
ছবি: অভিজিত্ সিংহ। |
বাসস্টপের কাছেই সকাল থেকে পড়েছিল একটি মালিকবিহীন অ্যাটাচি। সেই অ্যাটাচিকে ঘিরেই বুধবার ওন্দার নতুনগ্রামে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে জায়গা ঘিরে ফেলেন পুলিশ ও কমব্যাট ফোর্স। বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয় অ্যটাচি। দুপুরে দুর্গাপুর থেকে বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা এসে বিস্ফোরণ ঘটিয়ে অ্যাটাচিটি খোলেন। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “অ্যাটাচিতে কিছু জামাকাপড় ছাড়া আর কিছুই মেলেনি।” |
|