যাত্রীবাহী বাস উল্টে জখম হলেন ৬০ জন যাত্রী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাবাজার রাস্তায়স, পুরুলিয়া মফস্সল থানার চাকলতোড় মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩৮ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বরাবাজারের সরবেড়া-পুরুলিয়া রুটের একটি বেসরকারি বাস পুরুলিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় সামনে চলে আসা এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। |
সদর হাসপাতালের মেঝেতে শুয়েছিলেন মফস্সল থানার শুকলাড়া গ্রামের বাসিন্দা ছুটু রাজোয়াড়। তিনি বলেন, “মনে হয় ডান পা ভেঙে গিয়েছে। দিন মজুরি করে সংসার চালাতাম। এ বার কী করব জানি না।” বরাবাজারের তুমড়াশোলের বাসিন্দা ভীম মাহাতো পুরুলিয়া আসছিলেন ছেলের চিকিত্সা করাতে। দুর্ঘটনায় তাঁর নিজেরই পাঁজরের হাড় ভেঙেছে। অন্য এক যাত্রী শেখ আরমান বাসের ছাদে ছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে বললেন, “ভিতরে ভিড় ছিল বলে আমি বাসের ছাদে উঠেছিলাম। এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটা পাশের জমিতে উল্টে গেল।” পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা হয়েছে। চালকও দুর্ঘটনায় জখম হয়েছেন। |