পাঁশকুড়ায় জলপ্রকল্পে ফের বরাদ্দ ৪০ কোটি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নলবাহিত জল সরবরাহ প্রকল্প তৈরির জন্য কয়েক বছর আগেই অর্থ বরাদ্দ করেছিল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। কিন্তু সেই কাজ সম্পূর্ণ করতে পারেনি তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভা। শুধু লক্ষ-লক্ষ টাকা খরচ করে যত্রতত্র সাব-মার্সিবল পাম্প ও পাইপলাইন বসিয়ে গিয়েছে তারা। তাতে অবশ্য চাহিদা মেটেনি। এই পরিস্থিতিতে পাঁশকুড়া পুর-এলাকার নতুন পানীয় জল প্রকল্পের জন্য ফের বরাদ্দ হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এই প্রকল্পে পুরসভা এলাকায় নতুন সাতটি পাম্পহাউস ও তিনটি জলাধার তৈরি করা হবে। এ ছাড়াও পানীয় জল সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় পাইপলাইন বসানো হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১৭টি ওয়ার্ড বিশিষ্ট পাঁশকুড়া পুরসভায় ৫০ হাজারের বেশি লোক বাস করেন এখন। পাঁশকুড়া স্টেশন বাজার ও পুরাতন বাজার সংলগ্ন এলাকা বাদে অধিকাংশ এলাকাই পরিকাঠামোর দিক দিয়ে এখনও গ্রামীণ। পুরসভা গঠন হওয়ার আগেই পাঁশকুড়া স্টেশন ও পুরাতন বাজার এলাকার বাসিন্দাদের জন্য পানীয় জল সরবরাহ প্রকল্প তৈরি করেছিল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। ২০০২ সালে পুরসভা গঠনের পর বাম পরিচালিত পুরবোর্ড পানীয় জল সরবরাহ প্রকল্পে মাত্র একটি পাম্পহাউস বানায়। |
গরমে জলকষ্ট। তৈরি হওয়ার পরেও বিদ্যুৎ সংযোগের অভাবে চালু হয়নি
পাঁশকুড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এই পাম্পহাউসটি। ছবি তুলেছেন পার্থপ্রতিম দাস। |
১৬ নম্বর ওয়ার্ডের ওই পাম্পহাউস অবশ্য চালু হয়নি। পাশাপাশি বেশ কিছু এলাকায় নলকূপের বদলে সাব-মার্সিবল পাম্প বসায় বাম পুরবোর্ড। সেই পথ ধরে ২০০৭ সালে ক্ষমতায় আসার পর তৃণমূল পুরবোর্ড যথেচ্ছ হারে সাব-মার্সিবল পাম্প বসাতে থাকে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া শহরে এখন প্রায় ৩০০টি সাব-মার্সিবল পাম্প রয়েছে। এর মধ্যে অধিকাংশই তৃণমূল পুরবোর্ডের আমলে বসানো হয়েছে বলে অভিযোগ। এ দিকে, গত তৃণমূল পুরবোর্ডের আমলেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে তিনটি নতুন পাম্পহাউস তৈরির কাজ শুরু হয়। তার মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের পাম্পহাউসটি তৈরি হয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় চালু করা যায়নি। বাকি দু’টি পাম্পহাউস তৈরির কাজ সম্পূর্ণ হয়নি এখনও।
তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার নতুন পুরবোর্ডের উপপুরপ্রধান নন্দ মিশ্র অবশ্য এই দায় না নিয়ে বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতর পাম্পহাউসগুলি তৈরি করছে। কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য আমরা একাধিকবার চিঠি দিয়েছিলাম।” নন্দবাবুর বক্তব্য, “পুরসভা এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য ৪০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ওই কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আগের জলপ্রকল্পে তৈরি পাম্পহাউসগুলিকে যুক্ত করে বাড়ি-বাড়ি জল সরবরাহ করা হবে।”
পুর-কর্তৃপক্ষ যতই আশ্বাস দিন না কেন, নতুন এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সংশয়েই পুরবাসী।
|
পুরনো খবর: হলদিয়ায় অনাস্থা তৃণমূলের |
|