|
|
|
|
দাবি ত্রিপুরা কংগ্রেসের |
আমানতকারীর স্বার্থে মমতার পথেই চলুক রাজ্য
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
সারদা-কাণ্ডের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে তহবিল তৈরি করে আমানতকারীদের পাশে দাঁড়িয়েছে— তেমনই কোনও ব্যবস্থা করুক ত্রিপুরা সরকার। এ বার এমন দাবিই তুলল প্রদেশ কংগ্রেস।
ওই সব আর্থিক সংস্থায় আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত করার দাবিতে ধর্নায় বসলেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। আজ সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই কর্মসূচি চলে। প্রদেশ কংগ্রেস ভবনের পাশে ওই ধর্নার হাজির ছিলেন বিরোধী দলনেতা রতনলাল নাথ, প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ, আশিস সাহা-সহ বেশ দলীয় বিধায়ক, স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকরা। |
অর্থ লগ্নি সংস্থা নিয়ে প্রদেশ কংগ্রেসের ধর্না। আগরতলায়। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী |
রতনলালের কথায়, “আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত করতে পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করেছে। ৫০০ কোটি কারার তহবিল গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা সরকারেরও তেমনই কিছু একটা করা উচিত। শুধু সিবিআই-এর উপর তদন্তভার দিলেই হবে না।” তিনি আরও বলেন, ‘‘১৯৭৮ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকেই শাসক দলের নেতা-মন্ত্রীদের হাত ধরে ওই অর্থলগ্নি সংস্থাগুলি এ রাজ্যে এসেছে। জিতেন চৌধুরী, বিজিতা নাথের মতো মন্ত্রীরা ওই সব সংস্থাকে উৎসাহ দিয়েছেন। শাসকদলের নেতা-মন্ত্রীদের দেখেই আমানতকারীরা ওই সব সংস্থায় টাকা রেখেছেন।’’
প্রদেশ কংগ্রেসের দাবি, আর্থিক সংস্থাগুলিতে আমানতকারীর টাকা সুরক্ষিত রয়েছে— সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। কোন সংস্থাগুলি সরকারি অনুমতি নিয়ে ব্যবসা করছে, আর কারা মানছে না— সেটাও জানাতে হবে। |
পুরনো খবর: রাজনীতির দায়েই ফের ক্ষতিপূরণ |
|
|
|
|
|