|
|
|
|
ডিমা হাসাও জেলা |
স্বশাসিত পরিষদে কংগ্রেসের বিপক্ষে প্রাক্তন জঙ্গিরা
নিজস্ব সংবাদদাতা • শিলচর
|
স্বশাসিত পরিষদ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ডিমা হাসাও জেলা। তিন শিবিরে বিভাজিত প্রাক্তন জঙ্গিরাও এ বার ভোটের ময়দানে নেমেছেন। শিবিরভিত্তিক রেষারেষি নেই তাঁদের মধ্যে। সবারই লক্ষ্য কংগ্রেসকে ঠেকানো।
প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে তা-ই সবচেয়ে বেশি অভিযোগ শাসক দলেরই। হামরি আসনের প্রার্থী জেলা কংগ্রেস সভাপতি মহেন্দ্র কেমপ্রাইয়ের অভিযোগ জানিয়েছেন, সম্প্রতি ৬-৭ জন দুষ্কৃতী তাঁর ঘরে ঢুকে হামলা চালায়। নির্বাচনী প্রচারে অংশ নিলে প্রাণে মারার হুমকি দেয়। ঘরের জিনিসপত্রও ভাঙচুর করে। তাঁর সমর্থকদের উপরেও হামলা চালানো হয়। তাতে তিন জন জখম হন। স্পষ্টভাবে নাম না জানালেও, তাঁর ইঙ্গিত যে নির্দল প্রার্থী প্রাক্তন জঙ্গিনেতা ড্যানিয়েল ওরফে দেবোলাল গারলোসার দিকেই আঙুল তোলেন তিনি। ড্যানিয়েল একই সঙ্গে দিহাঙ্গি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকার কংগ্রেস প্রার্থী বিজয় সেঙ্গুংয়েরও একই ধরনের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
অন্য দিকে, গুনজুং আসনের কংগ্রেস প্রার্থী প্রকান্ত ওয়ারিসা রিটার্নিং অফিসার বরুণ ভুইয়ার কাছে অভিযোগ করেছেন, ড্যানিয়েলপন্থী প্রার্থী ডাকু সিং ওরফে অতন হাপিলা তাঁকে প্রচারে অংশ নিতে দিচ্ছেন না। ভুইয়া সব প্রার্থীকে বৈঠকে ডেকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত নির্বাচন ঘিরে ব্যাপক হিংসার অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেনকাল রাতে কংগ্রেস হামরিতে সভা শুরু করলে ড্যানিয়েলপন্থীরা বাধা দেয়। কথা কাটাকাটি থেকে মারপিটের উপক্রম হয়। কংগ্রেস সমর্থকরা তখন সেনা শিবিরে ঢুকে পড়ে। সেখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার তিন জন জখম হন। পথে দুই পক্ষের দুটি এজাহার জমা পড়েছে। ড্যানিয়েল অভিযোগ করেছেন, কংগ্রেসিরা তাঁর গাড়িতে ভাঙচুর করেছে। দুটি মামলারই তদন্ত হচ্ছে বলে জানান পুলিশ সুপার মহন্ত।
২০ মে ২৮-আসনের স্বশাসিত পরিষদে ভোটগ্রহণ। মোট প্রার্থীসংখ্যা ১৩৮। কংগ্রেসই সব ক’টি আসনে প্রার্থী দিয়েছে। হিল স্টেট ডিমান্ড কমিটি ও ইন্ডিজেনাস পিপলস পার্টি ১৫টি করে এবং বিজেপি ১০টি আসনে লড়ছে। প্রাক্তন জঙ্গিনেতা দিলীপ নুনিসা তাঁর পুরনো সংগঠনের ১৫ জনকে নির্দল হিসেবে দাঁড় করিয়েছেন। জুয়েল গোষ্ঠী ১২ বেং ড্যানিয়েল গোষ্ঠীও ৭ জনকে প্রার্থী করেছে। জুয়েল গারলোসা কালাচান্দ আসনে লড়ছেন।
সবচেয়ে নজর কাড়ছে দিয়ংমুখ আসন। ভেঙে দেওয়া ডিএইচডি-র প্রধান দিলীপ নুনিসা ও ডিএইচডি (জে)-র তৎকালীন সেনাধ্যক্ষ নিকঞ্জন হোজাই লড়ছেন সেখানে। কংগ্রেসের প্রার্থী মায়ানন কেমপ্রাই। বিদায়ী মুখ্য কার্যবাহী সদস্য দেবজিৎ থাওসেন দাঁড়িয়েছেন লাংটিং আসনে। |
|
|
|
|
|