|
|
|
|
আজ টাডা আদালতেই আত্মসমর্পণ সঞ্জয়ের
সংবাদসংস্থা• মুম্বই
|
পুণের ইয়েরওয়াড়া জেলে নয়, মুম্বইয়ের বিশেষ টাডা আদালতেই আত্মসমর্পণ করবেন সঞ্জয় দত্ত। অথচ মঙ্গলবারই নিরাপত্তার কারণ দেখিয়ে পুণের ইয়েরওয়াড়া জেলে আত্মসমর্পণের জন্য টাডা আদালতে বিশেষ আবেদন পেশ করেন সঞ্জয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবারই আত্মসমর্পণ করার কথা মুন্নাভাইয়ের। বেআইনি অস্ত্র তাঁর বাড়িতে লুকিয়ে রাখার ঘটনায় সঞ্জয় দত্ত দোষী সাব্যস্ত হন। অভিযোগ ওই অস্ত্র ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডের জন্য ব্যবহার হওয়ার কথা ছিল। সঞ্জয়ের ৫ বছরের জেল হয়। দেড় বছর তাঁর জেলে থাকা হয়ে গিয়েছে। বাড়ি সাড়ে তিন বছরের জেলের মেয়াদ পূর্ণ করতে তাঁকে বৃহস্পতিবার ফের জেলে যেতে হবে।
মহারাষ্ট্র পুলিশ সূত্রের খবর, আত্মসমর্পণের পরে প্রথমে সঞ্জয় দত্তকে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরে ইয়েরওয়াড়া জেলে সরানো হবে। কিন্তু মঙ্গলবারই আইজিপি বিনোদ লোখান্ডে জানান, আর্থার রোড জেল কর্তৃপক্ষ একটি বেনামী চিঠি পেয়েছেন। সেই চিঠিতে সঞ্জয় দত্তকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এর পরেই নিরাপত্তার কারণ দেখিয়ে ইয়েরওয়াড়ায় আত্মসমর্পণের আবেদন জানান সঞ্জয়। বিচারপতি সিবিআইকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে বলেন।
পরে ইয়েরওয়াড়া জেল কর্তৃপক্ষ সঞ্জয়ের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। তার পরেই আজ বুধবারের আবেদন প্রত্যাহার করতে চান সঞ্জয়ের আইনজীবী সুভাষ যাদব। কী কারণে এই আবেদন প্রত্যাহার তা বলতে চাননি তিনি। বিচারকও জানতে চাননি। শুধু সঞ্জয়কে আবেদন প্রত্যাহারের অনুমতি দেন। ফলে বৃহস্পতিবারই জেলে যাচ্ছেন সঞ্জয়।
|
পুরনো খবর: মুন্নাভাইকে আরও চার সপ্তাহ সময়, উঠছে প্রশ্ন |
|
|
|
|
|