|
|
|
|
ঝাড়খণ্ডে খুনের মামলা |
কংগ্রেস বিধায়কের যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি
|
অবিনাশ তিওয়ারি হত্যা মামলায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক সাওনা লাকড়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।
আজ রাঁচির নিম্ন আদালতের (কোর্ট অফ জুডিশিয়াল কমিশনার) বিচারক এস এস কাজমি ওই নির্দেশ দেন। সোমবার আদালত লাকড়াকে দোষী সাব্যস্ত করেছিল। একই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে লাকড়ার গাড়ির চালক গোপী কাশ্যপ, দেহরক্ষী জনক মাহাত এবং ব্যক্তিগত সচিব দীনেশ কুমারের। সাওনার আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আবেদন জানাবেন।
২০১১ সালের ৫ মে খুঁটি জেলার প্রত্যন্ত এলাকা থেকে গঢ়বার বাসিন্দা অবিনাশ তিওয়ারির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন খিজরির কংগ্রেসের বিধায়ক সাওনা লাকড়া। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তিনি আত্মসমপর্ণ করেন। তারপর থেকে রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি ছিলেন লাকড়া।
তদন্তকারীরা জানিয়েছেন, লাকড়ার পরিবারের কোনও এক মহিলার সঙ্গে অবিনাশের সম্পর্ক তৈরি হয়েছিল। কংগ্রেস বিধায়ক তা মেনে নিতে পারেননি। ওই মহিলার সঙ্গে দেখা করতে খিজরিতে গিয়েছিলেন অবিনাশ। তখনই তাঁকে ধরে লাকড়ার খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গুলি করে খুন করা হয় অবিনাশকে। বিধায়কের মোবাইল ফোনের কল-লিস্ট থেকে ওই ঘটনায় লাকড়ার জড়িত থাকার ‘সুনির্দিষ্ট’ প্রমাণ পান তদন্তকারীরা। |
|
|
|
|
|