|
|
|
|
মুখ্যমন্ত্রীর ‘ধমকে’ সিদ্ধান্ত বদল শিক্ষামন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
|
তিন টাকা খরচ করে এসএমএস করলেই জানা যাবে মাধ্যমিকের ফলাফলশিক্ষা দফতরের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বিবৃতি জারি করে তিনি জানিয়েছিলেন, এসএমএস-এ ফলাফল জানানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে। একইসঙ্গে ছাত্রছাত্রীরা যাতে বিনা খরচে, সময়মতো পরীক্ষার ফলাফল জানতে পারে তা সুনিশ্চিত করতে হবে শিক্ষা দফতরকে।
ওই পরিস্থিতিতে তাঁর ক্ষোভ প্রশমনে তৎপর হন রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ৩ টাকা নয়---সাধারণ এসএমএস-এর মতো ১০ পয়সাতেই ফলাফল জানা যাবে।
শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি জানান, এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা হবে ১৭ মে। এরপরই ‘রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ’ (সেবা) জানায়, ছ’টি ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। সেবা-র ঘোষণার পরই মোবাইল পরিষেবা সংস্থাগুলি এ নিয়ে প্রচার শুরু করে দেয়। সংস্থাগুলি জানায়, ৩ টাকা খরচ করে একটি এসএমএস করলেই ফলাফল জানা যাবে।
এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়। আসু-সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। আসু-র উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, “ফলাফল জানাতে টাকা খরচ করানোর পরিকল্পনাও নিন্দনীয়।” অভিযোগ, সেবা-র সঙ্গে মোবাইল সংস্থাগুলির অশুভ আঁতাত তৈরির জেরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনগুলি জানায়, এসএমএস-এ ফল জানানোর ব্যবস্থায় পরিষেবা সংস্থাগুলি প্রায় ১০ লক্ষ টাকার ব্যবসা করত।
শিক্ষামন্ত্রী বলেন, “কোনও সংস্থার সঙ্গে মুনাফার জন্য গাঁটছড়া বাঁধিনি। শিক্ষাবিভাগের অনুরোধে মোবাইল সংস্থাগুলি পরীক্ষার্থীদের স্বার্থেই ওই পরিষেবা দিচ্ছে।” |
|
|
|
|
|