টুকরো খবর |
দুর্নীতির অভিযোগে ধৃত সরকারি কর্তা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
মুঙ্গের জেলায় কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে এক সরকারি কর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মুকেশ কুমার অগ্রবাল। আজ সকালে জামালপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই জেলায় কেন্দ্রীয় প্রকল্পটির অধিকর্তা ছিলেন। পুলিশ সূত্রের খবর, বছর পাঁচেক আগে ওই কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সময় মুঙ্গের জেলার ধরহারা ব্লকের বিডিও ছিলেন মুকেশ। ওই প্রকল্পের এক আধিকারিক তাঁর বিরুদ্ধে ধরহারা থানায় অভিযোগ দায়ের করেন। সেখানকার ওসি ব্রজেশ কুমার বলেন, “অভিযোগের ভিত্তিতে আজ ওই সরকারি কর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ আছে।” |
অনাহারে মৃত্যুর অভিযোগ |
স্বামী মারা গিয়েছেন দশ মাস আগে। বাড়িতে রোজগারের আর কেউ নেই। ছেলেমেয়েরা সব ছোট। পাড়া প্রতিবেশীরাও সব নিম্নমধ্যবিত্ত। অগত্যা চোখের সামনে এক ছেলে আর এক মেয়েকে না খেতে পেয়ে তিল তিল করে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলেন মা নজরা খাতুন। তাঁর আরও তিন ছেলেমেয়েও খুবই অসুস্থ। গত রবিবার বারাণসীর ঘটনা। ওই এলাকায় কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ঘটনাটি বুধবার সামনে আসার পরেই শুরু হয়েছে দায় এড়ানোর পালা। বারাণসীর জেলা কমিশনার এম পি সিংহ পাল্টা দাবি করেছেন, “আমার কাছে খবর আছে ওই দু’জন ডায়েরিয়ায় মারা গিয়েছে।” কিন্তু নজরার প্রতিবেশী ও স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি করা হয়েছে, না খেতে পেয়েই মারা গিয়েছে নজরার ছেলেমেয়েরা। |
ফের মানচিত্র বিভ্রাট |
অরুণাচল প্রদেশ নিয়ে বিতর্ক কমার নাম নেই। কয়েক মাস আগেই চিনের মানচিত্রে অরুণাচলকে তিব্বতের অংশ বলে দাবি করা হয়েছিল। তা নিয়ে ভারত কড়া প্রতিবাদও জানায়। কিন্তু নিজের দেশেই এ বার ভিটেছাড়া ওই রাজ্য। মহারাষ্ট্রের দশম শ্রেণির ভূগোল বইয়ে ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশের অস্তিত্ব নেই। উল্টে অরুণাচল প্রদেশকেই চিনের অংশ বলে দেখানো হয়েছে। অন্তত ১৭ লক্ষ ছাত্রছাত্রীর কাছে এই বই চলেও গিয়েছে। তবে রাজ্যের তরফে কেউ কোনও মন্তব্য করতে রাজি না হলেও ভিতরের খবর, সামনের বছর এই ত্রুটি শোধরানো হবে। এ বছর ভুল তথ্যই পড়তে হবে পড়ুয়াদের। |
বিধবাকে গণধর্ষণ |
বছর পঁয়ত্রিশের এক বিধবাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গোপিগঞ্জ এলাকার ঘটনা। সোমবার রাতে ওই মহিলা কিছু কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তখনই হাসান ও আজাদ নামের দুই ব্যক্তি তাঁকে আক্রমণ করে গণধর্ষণ করে। তাদের সঙ্গে আরও এক অপরিচিত ব্যক্তি ছিল। |
মেঘালয়ে খনিতে দুর্ঘটনা, মৃত ৩ |
কয়লাখনিতে ক্রেন ভেঙে ৩ শ্রমিকের মৃত্যু হল। কাল বিকেলে মেঘালয়ের দক্ষিণ গারো হিলের ঘটনা। পুলিশ জানায়, আনিং গ্রামের খনিতে কাজ চলাকালীন একটি মালবাহী ক্রেনের তার ছিঁড়ে গিয়ে শ্রমিকদের উপরে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই আশরাফুল হক, রফিকুল ইসলাম ও মাতু শেখ নামে তিন শ্রমিকের মৃত্যু হয়। তাঁরা সকলে অসমেরই বাসিন্দা। |
|