ফের পুরসভার কল থেকে ব্যাঙাচি বার হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। আগে প্রমোদনগর এলাকায় ট্যাপকল থেকে ব্যাঙাচি বেরোয়। জেলা হাসপাতালে নোংরা জলাধারের জমে থাকা ব্যাঙাচি পুরসভার পাইপ লাইন দিয়ে ওই এলাকায় যাচ্ছিল বলে জানা যায়। এর পরেই ওই জলাধার সাফ করে মৌখিক ভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেই দায় সেরেছিল পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছিল শহরের বিভিন্ন এলাকায় যে সব ভূগর্ভস্থ জলাধার রয়েছে সেগুলির পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা কর্তৃপক্ষকে জানানো হবে। তা করা হয়নি। ফের রবিবার প্রমোদনগর এলাকাতেই ব্যাঙাচি বার হওয়ার পর অন্তত ৬টি ভূগর্ভস্থ জলাধার পরিষ্কার করতে চিঠি পাঠালেন পুর কর্তৃপক্ষ। বন্ধ সুইমিং পুলের জলে জমে থাকা ব্যাঙাচি পাইপ দিয়ে জলে মিশেছে বলে পুর কর্তৃপক্ষ জানতে পারেছে। সোমবার শিলিগুড়ি হাসপাতাল, সংলগ্ন পূর্ত নির্বাহী বাস্তুকারের বাংলো, পূর্ত দফতরের বাংলো, বিকাশ ঘোষ স্মৃতি সুইমিংপুল কর্তৃপক্ষ, কোর্ট মোড় লাগোয়া সরকারি আবাসনের ভুগর্ভস্থ জলাধার পরিষ্কার রাখতে চিঠি পাঠান তাঁরা। পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, যে সমস্ত সরকারি দফতর এবং বিভিন্ন জায়গায় পুরসভার তরফে জল সরবরাহের জন্য ভুগর্ভস্থ জলাধার রয়েছে সেগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে চিঠি পাঠানো শুরু হয়েছে। জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ পম্পা দাস জানান, চিঠি পাঠানোর পরও ব্যবস্থা না নেওয়া হলে সে সব ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবেন তাঁরা।
কল থেকে ব্যাঙাচি বের হওয়ার ঘটনার প্রতিবাদে এ দিন মেয়রকে স্মারকলিপি দিল ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলার তথা ৩ নম্বর বরোর চেয়ারম্যান নিখিল সাহানির নেতৃত্বে ওয়ার্ড থেকে মিছিল করে তারা পুরসভায় যান। নিখিলবাবুর দাবি, শীঘ্রই যদি পূর্ত দফতরের তরফে জলাধারগুলি পরিষ্কার না করা হয় এবং এরপরেও কল থেকে ব্যাঙাচি বার হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। মেয়র জানান, দু’এক দিনের মধ্যেই পূর্ত দফতরের সঙ্গে সমস্যা নিয়ে বৈঠকে বসবেন। সু্ইমিং পুলের জলাধারের সঙ্গে পুরসভার জল সরবরাহ ব্যবস্থার সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রতিটি নাসির্ংহোম, হোটেল, সরকারি কার্যালয়ের যেখানে বাসিন্দারা যান সে সব ক্ষেত্রে জলাধার পরিষ্কার রাখতে বলা হয়েছে।
মুলতুবি বোর্ড মিটিং। মঙ্গলবার শিলিগুড়ির পুর-বোর্ড মিটিং মুলতুবি হল। চেয়ারম্যান নান্টু পাল অসুস্থতার কারণে যোগ দিতে পারবেন না বলে লিখিত জানিয়েছেন। ডেপুটি মেয়র কংগ্রেসের সবিতা অগ্রবালের বোর্ড মিটিং পরিচালনা করার কথা। সোমবার তিনি শহরের বাইরে ছিলেন। মঙ্গলবার শহরে ফেরর কথা। তবে কংগ্রেস বোর্ড মিটিংয়ে যাবে কি না এ দিন পর্যন্ত তা খোলসা করে কিছু জানায়নি।
|