এক ট্রাক চালকের মেয়েকে বিয়ে করতে চেয়েছিল তারই খালাসি। রাজি হননি বাবা। আর তারই জেরে সেই চালকের তিন বছরের নাতনিকে অপহরণ করার অভিযোগ উঠল ওই খালাসির বিরুদ্ধে। শনিবার রাতে ভক্তিনগর থানার প্রকাশনগরের বাসিন্দা ওই সাড়ে তিন বছরের শিশুকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু, অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, অভিযুক্ত ওই খালাসির নাম ওয়াহিদুল রহমান ওরফে আকাশ মণ্ডল। তার বাড়ি কুমারগঞ্জেই। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “শিশুটিকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সময় অভিযুক্ত পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি জারি রয়েছে।”
পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে পরিচয় গোপন করে প্রকাশনগরের বাসিন্দা ট্রাক চালক ধ্রুব সিংহের সঙ্গে খালাসির কাজে যোগ দেয় ওয়াহিদুল। প্রকাশনগরে ধ্রুববাবুর বাড়িতে সে থাকতে শুরু করে। ধ্রুববাবুর দুই মেয়ে। সম্প্রতি তিন বছরের শিশুকে নিয়ে বড় মেয়ে প্রেরণা দেবী প্রকাশনগরে আসেন। গত ৫ মে ওই শিশুকে বাড়ি থেকে নিয়ে চম্পট হয়ে যায় ওয়াহিদুল। তিন দিন পরে ফোনে সে ধ্রুববাবুকে অপহরণের কথা জানিয়ে তাঁর ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। পুলিশ জানতে পেরেছে, কুমারগঞ্জে নিজের গ্রামে গিয়ে শিশুটিকে নিজের মেয়ে বলে দাবি করে রাখতে শুরু করে। শনিবার রাতে পুলিশ ওই গ্রামে গেলে সে শিশুটিকে নিয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে পুলিশ গেলে শিশুটিকে রেখে সে পালিয়ে যায়। |