৭ বৃথা পরিশ্রম।
৮ ‘—যেথায় মানুষ সে
মাটি সোনার বাড়া’।
১০ এই রায়ের সৃষ্টি ‘ননসেন্স ক্লাব’, এই
ক্লাবের মুখপত্র ছিল ‘সাড়ে-বত্রিশ-ভাজা’।
১১ বরিশাল-এর এক উত্কৃষ্ট চাল।
১২ যে জল ছেটালে সব অশুদ্ধ শুদ্ধ হয়ে যায়।
১৩ উপবন, অরণ্য।
১৪ অতি মাননীয় বা সম্ভ্রান্ত।
১৫ এক সময় যে দ্বীপপুঞ্জে
নির্বাসন দেওয়া হত।
১৭ কাঠের তৈরি।
১৯ সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র।
২১ এর জাহাজের খবর
নেওয়া হাস্যকর!
২২ প্রতিবন্ধ বা বাধার
অভাব, বাধাহীনতা।
২৪ দরাদরি।
২৬ সাপ্তাহিক ছুটির দিন।
২৮ শ্রেষ্ঠ নর্তক, শ্রীকৃষ্ণ।
৩০ শেষ, সমাপ্তি।
৩২ নচেত্।
৩৩ অনুমানে স্থির করা যায় এমন।
৩৫ মধ্যবর্তী।
৩৬ রাজস্থানের পর্বতশ্রেণি।
৩৭ ‘আগুনের—ছোঁয়াও প্রাণে’।
৩৮ আরবির সৌভাগ্য বা প্রাচুর্য। |
|
১ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের
এক ডিটেকটিভ কাহিনি।
২ সপ্তাহের প্রথম দিন।
৩ গরু-ঘোড়ার খাদ্য।
৪ গম্ভীর শব্দায়মান।
৫ ফুলমালা বা
ফুলের ছোটমালা।
৬ স্ত্রীর পরিচয়ে নারায়ণ।
৯ প্রাচীনকালের গল্প
বা ইতিহাস।
১৬ এ দৃষ্টি সু হতে পারে
আবার কু-ও হতে পারে।
১৭ মেঝে শ্বেতপাথরের হলে
এর মিশেলও চলে।
১৮ চড়, হাতের
চেটোর মার।
২০ —বালিকা।
২১ মাতামহী।
২৩ বাঁধন।
২৫ ‘—মাল্য পরাইবে
পরানবল্লভে’ (অনন্তের বাণী তুমি)।
২৭ বাকপটু, বাচাল।
২৯ বধূনির্যাতনকারী পক্ষী।
৩১ জগন্নাথের দাদা।
৩২ নগরাজ, নগেন্দ্র।
৩৩ দোকানসম্বন্ধীয়।
৩৪ অল্পবয়স্ক ব্রাহ্মণ বালক। |