তৃণমূলের এক নেতার সঙ্গে কংগ্রেসের এক কর্মীর পুরনো গোলমালের জেরে উত্তপ্ত হল মালদহের কালিয়াচকের উত্তর দারিয়াপুর। শনিবার সকালে ওই ঘটনার জেরে এক কংগ্রেস কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। তার জেরে দরিয়াপুরের শান্তি কমিটির লোকজন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ তৃণমূলের নওদা যদুপুরের পার্টি অফিস থেকে ‘অপহৃত’ কংগ্রেস কর্মীকে বাড়িতে পৌঁছে দিলে অবরোধ ওঠে। পক্ষান্তরে, তৃণমূলের তরফে জেলা কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের নারী সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের অভিযোগ, কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতীরা পার্টি অফিসে গিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের উপরে হামলার চেষ্টা করেন। বকুল শেখ তা নিয়ে কালিয়াচক থানায় কংগ্রেস কর্মী জাহেদুল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “গোলমাল, অবরোধ হতে পুলিশ খোঁজখবর শুরু করে। পরে নওদা যদুপুরে গিয়ে যুবকটির খোঁজ পায়। তাঁকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। বকুল শেখ বলে একজনের তরফে একটি অভিযোগ জমা পড়েছে। পুলিশ তা খতিয়ে দেখছে।”
|
ফোনে অপহরণ ও খুনের হুমকি দিয়ে ঠিকাদারের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ফোনের সূত্র ধরে শুক্রবার শামুকতলার শিবকাটা থেকে বিনীত নার্জিনারি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযোগ, অসমের জঙ্গি গোষ্ঠীর নাম করে বিনীত, কালচিনি এলাকায় স্কুলবাড়ি তৈরির দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্তা এবং বাস্তুকারকে হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা চাইছিল। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ওই ব্যক্তিকে জেরা করে দেখা হচ্ছে সে সত্যি কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা।”
|
দলীয় কর্মসূচি থেকে সারদা-কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলনের পরামর্শ দিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক শমীক লাহিড়ী। শনিবার শিলিগুড়ির মিত্র সম্মিলনী সভাকক্ষের সুরেন্দ্র মঞ্চে সমস্ত অর্থ লগ্নিকারী সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি করে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী, দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ সমন পাঠক। প্রাক্তন পুরমন্ত্রী জানান, আগামী ৩১ মে অনিল বিশ্বাস ভবন থেকে একটি মহা মিছিলও করা হবে। ২৮-৩১ জানুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।
|
চা বাগান মালিকদের কম উপস্থিতির জেরে ভেস্তে গেল চা নিয়ে জিটিএ-র বৈঠক। শুক্রবার মিরিকে চায়ের উন্নয়নে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা করতে একটি বৈঠক ডাকা হয়েছিল জিটিএ-র পক্ষ থেকে। বৈঠকে উপস্থিত ছিলেন জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিমল গুরুঙ্গ। দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের মুখ্য নির্দেশক সন্দীপ মুখোপাধ্যায় বলেন, “উপযুক্ত সংখ্যক চা বাগান মালিকেরা উপস্থিত না থাকায় এ দিনের বৈঠক বাতিল হয়ে যায়। ফের বৈঠকের দিন ধার্য হয়েছে ২৫ মে। ওই দিন সমস্ত চা বাগান মালিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিমল।
|
রাজ্যে কত চাকরি দিয়েছে তৃণমূল সরকার তা জানতে পিটিশন দাখিল করে তথ্য জানার আইনের দ্বারস্থ হবে যুব কংগ্রেস। শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি সৌমিক হোসেন। এ ছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজকর্ম নিয়েও অসন্তোষ ব্যক্ত করেন তিনি। |