“তোমাদের বাড়ীতে কি ছোট্ট খোকাখুকী আছে? যদি থাকে, তবে বলত, তাহাদের জন্য মন কেমন করে? খোকা খুকী যাহাদের ভাল লাগে না, না জানি তাহারা কি রকম লোক! এই যে সব খোকাখুকী, ইহারাই যেন সংসারের রাজা আর রাণী, আর যত সাধারণ লোক, তাহারা সব ঝি চাকর, উহাদের সেবা করিতে জন্মিয়াছে। একটা খোকা যদি বাঁকিয়া দাঁড়ায়, বাড়ী শুদ্ধ লোককে সে অস্থির করিয়া তোলে।...”
(উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, ‘সন্দেশ’, বৈশাখ ১৩২০) |
স্ত্রী বিধুমুখী, সুকুমার ও অন্য
সন্তানদের সঙ্গে উপেন্দ্রকিশোর। |
উপেন্দ্রকিশোরের আঁকা ‘জাপানী দেবতা’
গল্পের ছবি। ‘সন্দেশ’, শ্রাবণ ১৩২০। |
গড়পার রোডে উপেন্দ্রকিশোরের বাড়ি (এখন এথেনিয়াম ইনস্টিটিউশন স্কুল)। |
|
|
‘সন্দেশ’-এর প্রথম
সংখ্যার প্রথম পাতা। |
একশো বছর আগে। ‘সন্দেশ’-এর প্রথম
প্রচ্ছদ, উপেন্দ্রকিশোরের আঁকা। |
|