ফুটবল আই পি এল করতে যুবভারতী-সহ দেশের বিভিন্ন স্টেডিয়াম বুকিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিল আই এমজি-রিলায়্যান্স।
ফেডারেশন স্পনসর রিলায়্যান্স জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের আটটি ফ্রাঞ্চাইজিকে নিয়ে ক্রিকেট আই পি এলের মতো টুর্নামেন্ট করতে চাইছে ফুটবলেও। ফেডারেশনও তাদের ক্যালেন্ডারে ওই সময় কোনও খেলা রাখেনি। জানা গিয়েছে টুর্নামেন্ট আকর্ষণীয় করতে এবং মাঠে লোক টানতে ডেভিড বেকহ্যাম, রোনাল্ডো, রিভাল্ডোর মতো বিশ্বের নামী প্রাক্তন ফুটবলারদের খেলানো হবে দলগুলিতে। সঙ্গে স্থানীয় ফুটবলাররাও খেলবেন। তবে কী ভাবে লিগ হবে বা পরিকাঠামো কী হবে তা এখনও জানা না গেলেও ফ্লাডলাইট যে-সব স্টেডিয়ামে আছে, সেখানেই ম্যাচ করতে চায় আই এম জি-রিলায়্যান্স।
ফেডারেশন সূত্রের খবর, ফুটবল আই পি এলের জন্য ২০১৪’র জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত যুবভারতী ভাড়া করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই আইএফএ’র কাছে চিঠি পৌঁছেছে। ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত বললেন, “আইএমজি রিলায়্যান্স জানুয়ারিতেই আই পি এলের মতো টুর্নামেন্ট শুরু করতে চাইছে ফুটবলে। এর জন্য শুধু যুবভারতী নয়, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাইতেও মাঠ বুকিংয়ের চিঠি পাঠানো হচ্ছে। তবে ২২ মে ফেডারেশন কর্মসমিতির জরুরি সভার পরই পুরো ব্যাপারটি পরিষ্কার হবে।”
যুবভারতী কি আড়াই মাসের জন্য পাওয়া যাবে? রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানালেন, “আমার সঙ্গে টুর্নামেন্ট নিয়ে আইএফএ-র কথা হয়েছে। শুনেছি বিশ্বকাপাররাও খেলবেন। ভাল উদ্যোগ। এ রকম একটি টুর্নামেন্ট হলে যুবভারতী না দেওয়ার কোনও কারণ নেই।” এর আগে গত বছরও এ রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত পরিকাঠামোর অভাবে এবং আই লিগের ক্লাবগুলোর প্রবল আপত্তিতে তা ভেস্তে যায়। দেখার বিষয়, এ বার কী হয়? |