যুক্তরাষ্ট্রের অলিম্পিক দল বাছবেন জয়ন্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্রাজিল অলিম্পিকের জন্য টেবল টেনিস দল গড়তে শনিবার রাতে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেন বাংলার নামী কোচ জয়ন্ত পুশিলাল। ভারতীয় ও বাংলা দলের প্রাক্তন কোচ জয়ন্ত সানফ্রান্সিসকো থেকে আঠারো মাইল দূরে মিলপিটারের আই সি সি টেবল টেনিস অ্যাকাডেমিতে তিন মাস ধরে প্রশিক্ষণ দেবেন সেখানকার খেলোয়াড়দের। ওই অ্যাকাডেমি থেকে মোট ১৬ জন খেলোয়াড় বাছা হবে ব্রাজিল অলিম্পিকের জন্য। জয়ন্ত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আরও পাঁচ জন কোচ থাকবেন দল বাছার জন্য। এঁদের মধ্যে আছেন ইতালির মাসিমো কনস্টানটিন, চিনের গাইজু, লাও জিংরা। যুক্তরাষ্ট্রে টেবল টেনিস এখনও তেমন জনপ্রিয় নয়। কিন্তু সেখানকার ফেডারেশন চাইছে খেলাটা জনপ্রিয় করতে। সে জন্যই বিদেশি কোচেদের উপর নির্ভরশীল। জয়ন্ত প্রথম সেখানে যান ২০০৯ সালে। সে বার লন্ডন অলিম্পিকের জন্য দল গড়তে প্রথম ডাক পেয়েছিলেন অরূপ বসাক, মৌমা দাসদের কোচ। যুক্তরাষ্ট্র রওনা হওয়ার আগে শনিবার রাতে বাংলার এই নামী কোচ বললেন, “গতবার যাদের বেছেছিলাম তাদের মধ্যে তিন জন প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নকেও হারিয়েছিল। হেরে গিয়েছিল সে বারের অলিম্পিক চ্যাম্পিয়নের কাছে। তা-ও ৪-২ ম্যাচে। এ বার সে জন্যই আবার ডাকা হয়েছে আমাকে। এখন থেকেই ওরা ২০১৬ টেবল টেনিস টিমের জন্য খেলোয়াড় বাছাই করে পদকের লক্ষ্যে এগোতে চায়।”
|
ভিনরাজ্যের হাত ধরে পি সেন ওয়াইএমসিএ-র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ পর্যন্ত পি সেন ট্রফির ইতিহাসে যা হয়নি, শনিবার সেটাই হয়ে গেল। অভিমন্যু ঈশ্বরণের দুর্দান্ত সেঞ্চুরির দৌলতে এই প্রথম পি সেন চ্যাম্পিয়ন হল ওয়াইএমসিএ (কলেজ ব্রাঞ্চ)। চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গলের মতো হেভিওয়েট প্রতিপক্ষকে উড়িয়ে, টিমে বাংলার সিনিয়র দলের একজন ক্রিকেটার না থাকা সত্ত্বেও। তবে বাংলার সিনিয়র টিমের কেউ না থাকলেও এ বছর পি সেনে ভালই টিম করেছিল ওয়াইএমসিএ (কলেজ ব্রাঞ্চ)। অধিকাংশ ভিনরাজ্যের। যাঁদের মধ্যে তন্ময় শ্রীবাস্তব, ঋতুরাজ সিংহ-র মতো নামীরাও ছিলেন। তন্ময় এ দিন ৯৮ রানও করে যান। আর অভিমন্যু করলেন ১০২। একমাত্র অভিমন্যুই বাংলার অনূর্ধ্ব ১৯ টিমের সদস্য। এ দিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ইস্টবেঙ্গল তোলে ৩০৬-৮। অরিন্দম দাস করেন ১১৯। রোহন বন্দ্যোপাধ্যায় ৮৩। কিন্তু অভিমন্যু-তন্ময়দের দাপটে প্রায় পাঁচ ওভার হাতে রেখে ম্যাচ জিতে যায় ওয়াইএমসিএ। জিতল ৮ উইকেটে।
|
গোষ্ঠ পালের স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একশো বছর আগে ১১ মে, মোহনবাগান জার্সিতে অভিষেক হয়েছিল কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের। তাঁর স্মৃতিতেই ‘রেমিনিসেন্স’ নামে এক স্মরণসভা করল মোহনবাগানের একটি ফ্যান ক্লাব, ‘মোহনবাগান গর্ব’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদ্রু বন্দোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত বন্দোপাধ্যায়, শ্যামল বন্দোপাধ্যায়ের মতো প্রাক্তন তারকারা। সংস্থার তরফ থেকে এ দিন চার ফুটবলার আদিত্য পাত্র, সৌমেন দে, বাবাই দে ও সুপ্রদীপ হাজরাকে বুট-জার্সি দেওয়া হয়।
|
অঘটন ঘটিয়ে চ্যাম্পিয়ন উইগান
সংবাদসংস্থা • লন্ডন |
শেষ মিনিটে কর্নার থেকে বেন ওয়াটসনের মাথা ছোঁয়ানো গোলেই অঘটনটা ঘটে গেল শনিবার রাতে। গত বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি এফএ কাপের ফাইনালে হেরে গেল এ বারের লিগে অবনমনের মুখে থাকা উইগানের কাছে। ম্যাচের সারাক্ষণ গোলশূন্য থাকার পর বৃষ্টিস্নাত ওয়েম্বলি স্টেডিয়ামের দর্শকরা যখন একস্ট্রা টাইমের অপেক্ষায়, ঠিক তখনই স্টপেজ টাইমে শন ম্যালোনির কর্নার হেড করে গোলে ঢুকিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা বেন। উইগানের যদি প্রিমিয়ার লিগে অবনমন হয়ে যায়, তা হলে সে দেশের ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনও অবনমনের আওতায় পড়া দল এফএ কাপ চ্যাম্পিয়ন হবে।
|
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে স্যর অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে ক্লাবের আর এক আইকনকেও আবেগপূর্ণ বিদায় জানাবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকেরা। পল স্কোলস। আটত্রিশের বর্ষীয়ান মিডফিল্ডার এ বার নাকি পাকাপাকি বুটজোড়া তুলে রাখছেন। স্কোলস অবশ্য ২০১১-র শেষে একবার অবসর ঘোষণার পরে ২০১২ জানুয়ারিতেই ফিরে আসেন।
|
ইতিহাস গড়লেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শনিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জোড়া গোল করে চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন। ক্লাবের হয়ে ২০২ এবং ২০৩ নম্বর গোল করে চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয়ের ২০২ গোলের রেকর্ড ভাঙলেন ‘সুপার ফ্র্যাঙ্ক’। |