এক ঝলকে...
পৃথিবী
হিজবুল্লার হুমকি
• দামাস্কাস • গোলান হাইটস জায়গাটা ইজরায়েল ও সিরিয়ার সীমান্তে। আর দামাস্কাস ইজরায়েল-সিরিয়া সীমান্ত থেকে বেশ খানিক দূরে। কিন্তু আপাতত গোলান হাইটস থেকে দামাস্কাস, সর্বত্রই ব্যাপক বিমানহানা ও বোমাবর্ষণ চালাচ্ছে ইজরায়েল। সিরিয়ার অভ্যন্তরে এমন ইজরায়েলি হানা এই প্রথম। হানার প্রত্যক্ষ কারণটা কী? সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের শিয়া সমর্থনপুষ্ট হিজবুল্লা সন্ত্রাসী গোষ্ঠী যে সিরিয়া রাষ্ট্রকে প্রভূত সাহায্য করে চলেছে, সেটা জলের মতো পরিষ্কার। এই খবরেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ইজরায়েল, কেননা সিরিয়া অবধি যদি হিজবুল্লা ঘাঁটি বিস্তৃত হয়, তা হলে ইজরায়েলের বিরাট বিপদ। তাই সিরিয়া ও হিজবুল্লাকে ভয় দেখাতেই এই বিমানহানা। ভয় দেখালে আবার একটা উল্টো ফল ফলতে পারে। হয়তো এ ক্ষেত্রে সেটাই হচ্ছে! শোনা গেল সিরিয়া হিজবুল্লার কাছে আরও অস্ত্র চেয়েছে, হিজবুল্লাও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইজরায়েলের দিকে হিজবুল্লার হুমকিও ধেয়ে আসছে একের পর এক। লেবাননের শক্তিশালী এই জঙ্গি গোষ্ঠীর নেতা হাসান নাসরাল্লা পরিষ্কার বলে দিয়েছেন: তাঁরা অত্যাধুনিক অস্ত্র দিতে চলেছেন। ইজরায়েল এ বার মজা বুঝবে। বিশেষজ্ঞদের মতে, পুরো ফাঁকা আওয়াজ নয় এটা, তবে রাসায়নিক অস্ত্র নয়, দূরপাল্লার জোরালো ক্ষেপণাস্ত্রের কথাই বলছে হিজবুল্লা। ঘটনার গতি নাটকীয় ভাবে না পাল্টালে ইজরায়ল-হিজবুল্লার সম্মুখসমর আসন্ন বলেই মনে হচ্ছে!
বাস্তব বড় বিচিত্র। এই সম্মুখসমরের আতঙ্ক ছড়াতে শুরু করল এমন সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র জোরের সঙ্গে বলছে, আক্রমণ নয়, আলোচনার মাধ্যমে পারস্পরিক ‘টেনশন’ কমানোই একমাত্র পথ। একই কথা রাশিয়ারও। সিরীয় বিদ্রোহীদের জন্য মার্কিন সাহায্যের সম্ভাবনা ক্রমেই বিলীন। উবে যাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্টের বিদ্রোহদমনের লক্ষ্যে রুশ সাহায্যের প্রত্যাশাও। অর্থাত্‌ বড় শক্তির উশকানি ছাড়াই পশ্চিম এশিয়ায় বিপদ-জল দ্রুতবেগে ছুটছে। কোথায় গড়াবে সেই জল?

সাত সন্তানের শাস্তি
• বেজিং • যে দেশে একটার বেশি সন্তানের জন্ম দেওয়া নিষিদ্ধ, সেখানে সাত-সাতটা ছেলেমেয়ের বাবা! চিনের চলচ্চিত্র পরিচালক ঝাং ইমোউ-এর বিরুদ্ধে ‘অভিযোগ’ উঠল। চিনা রাষ্ট্রের পছন্দের লোকই ছিলেন ইমোউ, বেজিং অলিম্পিক-এর সূচনা-উত্‌সবের ডিজাইনার করা হয়েছিল তাঁকেই। এখন কিন্তু পার্টির মুখপত্র ‘পিপলস্‌ ডেলি’ জানাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে ঝাং-এর জরিমানা হতে পারে ১৬ কোটি ইউয়ান, অর্থাত্‌ প্রায় ১.৭ কোটি ডলার। চিনের ‘এক সন্তান নীতি’ লঙ্ঘন করলে বার্ষিক আয়ের দ্বিগুণ জরিমানা দেওয়ার নিয়ম। ১৯৭০-এর দশকের শেষ দিকে তৈরি আইনটি ৩০ বছর কার্যকর থাকবে, ঠিক হয়। সময়সীমা পেরিয়ে গেলেও আইনটি রয়েই গিয়েছে।

নজরবন্দি
আগামী জুনে ইজরায়েলে ভাষণ দিতে যাওয়ার কথা ছিল স্টিফেন হকিং-এর। প্রথমে রাজি হলেও হকিং শেষে জানালেন, যাবেন না। ইজরায়েলি প্রশাসন অ-ইহুদি, বিশেষত প্যালেস্তিনীয়দের সঙ্গে যে মারাত্মক অবিচার করে, তার প্রতিবাদেই তিনি ইজরায়েলকে বয়কট করছেন। কেমব্রিজের ৭১ বছর বয়সী এই তাত্ত্বিক পদার্থবিদ দুনিয়ার সবচেয়ে নামী বিজ্ঞানীদের এক জন। ফলে, দুনিয়াজোড়া বিতর্ক আরম্ভ হয়ে গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাজগত্‌ বহু দিন ধরেই ইজরায়েল-প্যালেস্টাইন প্রশ্নে বিভক্ত। এডওয়ার্ড সইদের মতো পণ্ডিতও ইজরায়েলপন্থী বিদ্বজ্জনদের কাছে, তাঁর প্যালেস্টাইন-প্রীতির কারণেই, ব্রাত্য ছিলেন। ব্রিটেনেও তৈরি হয়েছে প্যালেস্টাইনপন্থী শিক্ষাবিদ-সংগঠন: ব্রিটিশ কমিটি ফর ইউনিভার্সিটিজ ফর প্যালেস্টাইন, বা ব্রিক্যাপ। হকিংকে বোঝানোর পিছনে এর ভূমিকা অনেক। তবে, সবচেয়ে বড় ভূমিকাটি নোম চমস্কির। এই মার্কিন ভাষাবিদ প্যালেস্টাইন প্রশ্নে তুমুল ইজরায়েল-বিরোধী। তিনি অন্যান্য বহু শিক্ষকদের সঙ্গে হকিংকে চিঠি লিখে জানিয়েছিলেন, তাঁর ইজরায়েলের আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্তে তাঁরা অবাক এবং গভীর ভাবে হতাশ। এই চিঠি পড়েই সম্ভবত সিদ্ধান্ত বদলালেন হকিং। তবে, ইহুদি-লবির বিপ্রতীপ অবস্থান নিলে বহু বিপত্তির সম্ভাবনা যে আছেই, তা ব্রিটেনের ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের টম হিকির চিঠিতে স্পষ্ট। তিনি লিখেছেন, হকিংয়ের মাপের মানুষ এই অবস্থান নিলে তাঁকে ঝড়ঝাপটা সামলাতেই হবে। কিন্তু তিনি এই সাহস দেখাতে পারলে অন্যরাও পারবে।
তবে, ইজরায়েলকে কোণঠাসা করর এই উদ্যোগের নিন্দে তো হবেই। ইজরায়েলের শিক্ষাবিদ ডেভিড নিউম্যান বলছেন, খুব কম ক্ষেত্রেই এখনও ইজরায়েল আর প্যালেস্টাইন পাশাপাশি দাঁড়িয়ে কাজ করতে পারে। গবেষণা তার মধ্যে একটি। সেই পরিসরটাকে নষ্ট করা অন্যায়। ব্রিটিশ লেখক ম্যাকইউয়ান বলছেন, শুভবুদ্ধি-সম্পন্ন ইজরায়েলিদের এ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত নয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.