গরমে সব্বাই তুমুল হাঁসফাঁস, শুধু এসি-কোম্পানির মালিকরা তুড়ুক নাচছেন। বাঙালি মধ্যবিত্ত ভাত কম খেয়ে এসি কিনছে। সক্কলের এসি কেনার পয়সা নেই, তারা সাঁইসাঁই রাস্তা পেরিয়ে তুরন্ত সেঁধিয়ে যাচ্ছে শপিং মল-এ। সেখানে বিলিতি ঠান্ডায় ঘণ্টা পাঁচেক পায়চারি, হাঁ করে ডবকা ম্যানেকুইন দর্শন, তার পর কিছু তো খসাতেই হবে ফুড কোর্টে, চুলকুনিও জাগবে নয়া ঠেঁটি প্যান্ট বাগাবার। পুঁজিবাদ তাই সূর্যকে নাগাড়ে প্রণামী ছুড়ছে। কারও সর্বনাশ, কারও বৈশাখ মাস! |