টুকরো খবর
মৃত্যু বাবা-ছেলের
বৃষ্টির জমা জল ও কাদা সাফ করতে কুয়োয় নেমে গুয়াহাটিতে পিতা-পুত্রের মৃত্যু হল। আজ সকালে জাপোরিগগ এলাকায় ঘটনাটি ঘটে। এই নিয়ে এখনও পযর্ন্ত গুয়াহাটির বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এ ছাড়া টানা বৃষ্টির জেরে আজ কামাখ্যার নীলাচল পাহাড়ের হিলটপ কলোনিতে ধস নেমে বেশ কিছু বাড়ি ভেঙেছে। ধস নামে পাণ্ডু ও পুব শরণিয়াতেও। জাপোরিগগের ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, চিড়িয়াখানার পিছনে থাকা নিরঞ্জন বড়োর বাড়ির কুয়োয় বন্যার জল ঢুকে গিয়েছিল। আজ সকালে, দীনেশ দাস (২২) নামে এক প্রতিবেশী যুবক হাজার টাকার বিনিময়ে কুয়ো সাফ করতে রাজি হন। কিন্তু চল্লিশ ফুট গভীর কুয়োয় নেমে বহুক্ষণ পরেও তিনি উপরে না ওঠায় তাঁর বাবা সঞ্জীব দাস (৬৫) কুয়োয় নামেন। তিনিও আর উপরে ওঠেননি। তাঁদের আদি বাড়ি ধুবুরি জেলায়। খবর পেয়ে পুলিশ ও দমকল এলেও অক্সিজেন সিলিন্ডারের অভাবে ঘণ্টাখানেক উদ্ধারকাজ শুরুই করা যায়নি। পরে কুয়ো থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অক্সিজেন সিলিন্ডারের অভাবে উদ্ধারকাজ শুরু না হওয়ায় দমকলের বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হয়। অন্যদিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিল নগরের বাসিন্দা বাসন্তী দেবীর মৃত্যুর ঘটনার পরেও পূর্ত দফতর ও বিদ্যুৎ বিভাগ অনিল নগরের জমা জল সরানো ও ত্রুটিপূর্ণ বিদুৎস্তম্ভগুলি সারাবার কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।

পুরনো খবর:

জমি দিলেই স্কুলের নামকরণের সুযোগ
পছন্দের নামে স্কুল, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র গড়ে দেবে রাজ্যই--বদলে সরকারকে দিতে হবে জমি। গ্রামে-গ্রামে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার প্রসারে এ বার নাগরিকদের কাছে এমনই অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের প্রতিটি প্রান্তে প্রশাসনিক কর্মদক্ষতা খুঁটিয়ে দেখতে ‘সেবা যাত্রা’য় রাজ্য ঘুরছেন মুখ্যমন্ত্রী। কাল মগধে উচ্চপর্যায়ের বৈঠকে নিজের পরিকল্পনার উল্লেখ করেন নীতীশ। জানান, রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলিতে সাক্ষরতার হার বাড়াতে চায় সরকার। তাই হাজার খানেক হাইস্কুল গড়তে হবে, যাতে প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুল হয়। সরকারি বিবৃতিতে হিসেব কষে মুখ্যমন্ত্রী জানান, অঙ্গনওয়াড়ি এবং উপ-স্ব্যস্থ্যকেন্দ্র গড়তে ৩ ডেসিমেল জমিই যথেষ্ট। প্রাথমিক এবং হাইস্কুলের ক্ষেত্রে তা ২০ এবং ৫০ ডেসিমেল। ইচ্ছুক জমিদাতাদের রাজ্য জানায়, তাঁদের দেওয়া জমিতে গড়ে তোলা স্কুল বা স্বাস্থ্যকেন্দ্রের নামকরণ করতে পারেন জমিদাতারা নিজেই। প্রিয়জন কারও নামেও তা উৎসর্গ করা যেতে পারে।

সাইকেল প্রকল্পের সূচনা গগৈয়ের
দারিদ্র সীমার নীচে থাকা রাজ্যের সব ছাত্রীকে সাইকেল দিচ্ছে অসম সরকার। আজ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সরুসজাই স্টেডিয়ামে এই প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “বন্ধ সংস্কৃতি ও যুক্তিহীন সন্ত্রাসের কারণেই আমাদের রাজ্য পিছিয়ে পড়েছে। তরুণ সমাজের কেবল শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির দিকেই নজর দেওয়া উচিত।” হিমন্ত বলেন, “এ বছর অষ্টম, নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীরা সাইকেল পাচ্ছে। পাশাপাশি, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর পেলেই দেওয়া হবে ল্যাপটপ।”

অভিযুক্ত জেল সুপার
সাবরমতী সেন্ট্রাল জেলে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর চেষ্টার ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগে জেল সুপার ও তিন জেলার-সহ ন’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশের অপরাধ দমন শাখা। জেলে ২১৪ ফুট একটি সুড়ঙ্গ খুঁড়ে পালানোর চেষ্টা করেছিল কয়েক জন আসামি। পরে সেই সুড়ঙ্গে একটি পাথর ফেলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পালানোর ঘটনায় অভিযুক্তদের জেরা করে প্রকৃত সত্য জানতে পারে পুলিশ। ঘটনার তদন্তের জন্য সরকার বিশেষ কমিটি গঠন করেছে।

রহস্যজনক মৃত্যু
রহস্যজনক ভাবে মৃত্যু হল দিল্লির এক পুলিশ ইনস্পেক্টর এবং তাঁর সঙ্গিনীর। ঘটনাটি ঘটেছে শনিবার গুড়গাঁওতে। পুলিশ কমিশনার অলোক মিত্তল জানিয়েছেন, বদ্রীশ দত্ত এবং তাঁর সঙ্গিনী গীতা শর্মার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে তাঁদের আরডি সিটি কলোনির ফ্ল্যাট থেকে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, বদ্রীশ গীতাকে গুলি করার পর নিজেকে গুলি করেন।

লরিতেই ধর্ষণ
লরি চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের এটা জেলার এক মহিলা। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই লরি চালকের নাম অবধেশ। অবধেশ মৈনপুরী এলাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথেই ওই মহিলা তাঁর কাছে তাঁর গ্রামে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। পরে লরিতেই তাঁকে ধর্ষণ করে অবধেশ।

চর গ্রেফতার
চর সন্দেহে ধরা পড়লেন রাজস্থানের মাথারি গ্রামের এক ব্যক্তি। শুক্রবার সিআইডি-র একটি বিশেষ দল ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে। সিআইডি সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম রোশন খান(৪৫)। অভিযোগ, তিন চার বছর ধরে দেশের গোপন খবর পাকিস্তানে পাচার করে আসছেন রোশন। অনেক দিন ধরেই রোশনের উপর নজরদারি চালাচ্ছিল সিআইডি।

ধর্ষিত শিশুকন্যা
স্কুল থেকে ফেরার পথে ধর্ষিত হয়েছে সাত বছরের একটি মেয়ে। ঘটনাটি বুধবার ঘটলেও গুরুতর জখম বাচ্চাটি হাসপাতালে ভর্তি থাকায় পুলিশ আজই বিষয়টি জানতে পারে। পুলিশ সূত্রে খবর, শিলং-এর লাগোয়া মালকি এলাকার বাসিন্দা ওই শিশুটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.