|
|
|
|
পিছিয়ে পড়া রাজ্য হতে পারে বিহার |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পিছিয়ে পড়া রাজ্যের মাপকাঠি কী হবে তা ঠিক করতে অথর্মন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা রঘুরাম রাজনের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হচ্ছে। এই কমিটি মাস খানেকের মধ্যেই তাদের রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে। আজ পটনায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বিহার-সহ বিভিন্ন রাজ্য একের পর এক বিশেষ মর্যাদার দাবি তুলছে। রাজ্যের উন্নয়নে চাইছে অতিরিক্ত অর্থ। সেই বিষয়টি খতিয়ে দেখতেই একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নীতির প্রয়োজন। কোন মাপদণ্ডে কোন কোন রাজ্য এই ধরণের বিশেষ আর্থিক প্যাকেজ পেতে পারে তা ঠিক করা হবে এই মাপকাঠির ভিত্তিতেই।
নতুন সরকারি মাপদণ্ডে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় নাম থাকতে পারে বিহারেরও। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে নিয়ে এমন ইঙ্গিত দিলেন চিদম্বরম। তিনি বলেন, “পিছিয়ে পড়া রাজ্যের জন্য যে নতুন মাপদণ্ড তৈরি হচ্ছে, তাতে বিহার ওই তালিকার অন্তর্ভুক্ত হতেই পারে।” রাজনৈতিক মহলের বক্তব্য, বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়ার দাবি তুলেছে বিহার। অর্থমন্ত্রীর ওই মন্তব্যে তারই আশ্বাস মিলেছে। চিদম্বরম বলেন, “রাজন কমিটির রিপোর্টে প্রয়োজনীয় মাপদণ্ডের ভিত্তিতেই রাজ্যগুলিকে চিহ্নিত করা হবে।” অনেকদিন ধরেই নীতীশ কুমার রাজ্যগুলিকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার মাপকাঠি পরিবর্তনের দাবি তুলেছিলেন। তিনি জানান, বিহারকে কেন্দ্রের যে সরকার এই মর্যাদা দেবে—তাঁদের সঙ্গেই তিনি থাকবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে নীতীশের সেই দাবিকেই গুরুত্ব দেওয়া হল বলে কয়েকটি মহলের ধারণা। উল্লেখ্য, নীতীশের পদাঙ্ক অনুসরণ করে সরব হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা প্রমুখ।
রাজগীরে নালন্দা আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম এবং রাজ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাজকর্মের পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহারে এসেছিলেন। নীতীশকে পাশে বসিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিন যে ভাবে বিহারের বিশেষ মর্যাদাকে গুরুত্ব দিলেন, তাতে আগামী দিনে বিহারে জেজিইউ-এর রাজনৈতিক অবস্থান নিয়েই সংশয় তৈরি হল। এনডিএ-র তরফে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের দাবিদার করা নিয়ে নীতীশের দল যে ভাবে প্রকাশ্যে বিরোধিতা করছে, তাতে এনডিএ-র দুই শরিকের সর্ম্পকের ক্রমশ অবনতি হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, ‘ঘোলা জলে মাছ ধরতে’ নেমেছে কংগ্রেস। নীতীশকে এনডিএ-র বিরুদ্ধে ব্যবহারের ছক কষেছে কংগ্রেস নেতৃত্ব। |
|
|
|
|
|