বাজার বাড়াতে নয়া গাড়ি আনল জেনারেল মোটরস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আর ছোট গাড়ি নয়। ঘুরে দাঁড়াতে ভারতের গাড়ি সংস্থাগুলির হাতিয়ার এখন বড় ধরনের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্ল (এসইউভি) বা মাল্টি পারপাস ভেহিকল (এমপিভি)। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সেই পথে হেঁটেই নতুন এমপিভি ‘শেভ্রোলে এনজয়’ বাজারে আনল জেনারেল মোটরস ইন্ডিয়া। সম্প্রতি কলকাতায় সেই উপলক্ষে এক অনুষ্ঠানে সংস্থাটির ভাইস-প্রেসিডেন্ট রাজেশ সিংহ দাবি করেন, এ ধরনের গাড়ির বাজারের একটা বড় অংশ দখল করতে সাহায্য করবে তাঁদের এই নয়া গাড়ি। পেট্রোল ও ডিজেল, উভয় ধরনের এনজয় গাড়িই তৈরি করবে সংস্থা। কলকাতায় পেট্রোল-চালিত গাড়িটির দাম পড়বে প্রায় ৫.৬৪ লক্ষ টাকা থেকে ৭.১৯ লক্ষ টাকা। ডিজেলের ক্ষেত্রে তা পড়বে প্রায় ৬.৮৭ লক্ষ টাকা থেকে ৮.২২ লক্ষ টাকা। এ বছর সব মিলিয়ে এক লক্ষ বা তার বেশি গাড়ি বিক্রির ব্যাপারে আশাবাদী সংস্থার ডিরেক্টর বিকাশ জৈন। ২০১১ সালে ১.১১ লক্ষ গাড়ি বিক্রি করলেও ২০১২ সালে তা নেমে আসে ৯২ হাজারে।
|
বিশেষ লেনদেনে বাড়ল সূচক
সংবাদসংস্থা • মুম্বই |
দু’ঘণ্টার বিশেষ লেনদেনে শনিবার সেনসেক্স বাড়ল আরও প্রায় ৪০ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা ছিল ২০,১২২.৩২। শুক্রবারই ২০ হাজার ছাড়িয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও ১২.৫০ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৬,১০৭.২৫ অঙ্কে। এ দিন বিশেষ করে চাহিদা ছিল বিভিন্ন ব্লু-চিপ শেয়ারের। সেই কারণেই লেনদেনের পরিমাণ খুব বেশি ছিল না। মূলত ধাতু এবং ওষুধ সংস্থার শেয়ার দরই বেড়েছে। শুক্রবার মার্কিন শেয়ার বাজার রেকর্ড উচ্চতায় পৌঁছয়, যার প্রভাব শনিবার পড়ে ভারতে। এই নিয়ে পরপর তিন সপ্তাহ বাড়ল ওয়াল স্ট্রিট। বিশেষ করে বেড়েছে প্রযুক্তি শেয়ার। আপত্কালীন পরিস্থিতিতে স্টক এক্সচেঞ্জের সফটওয়্যার ঠিক মতো কাজ করে কি না, তা পরীক্ষা করতেই শনিবার স্বল্প সময়ের এই বিশেষ লেনদেনের আয়োজন করা হয়।
|
পস্কো-বিরোধী নেতা অভয় সাহু ধৃত
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
পস্কো প্রকল্প-বিরোধী নেতা অভয় সাহুকে গ্রেফতার করল পুলিশ। শীঘ্রই তাঁকে কুজঙ্গার এক আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রের খবর। ওড়িশার জগত্সিংহপুর জেলায় প্রস্তাবিত প্রকল্প এলাকায় সরকারি কাজে বাধা দেওয়া, বোমা বিস্ফোরণ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতির এই নেতার বিরুদ্ধে। এর আগে আনা ৫০টি মামলায় জামিনে মুক্ত রয়েছেন তিনি। সেই সঙ্গেই আরও চারটি মামলা দায়ের করে নতুন অভিযোগ আনা হয়েছে। শনিবার পারাদীপের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ ভবানী শঙ্কর মিশ্র জানান, তামিলনাড়ুর কোয়েম্বত্তুরে একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার জন্য বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে ভুবনেশ্বর থেকে সাহুকে গ্রেফতার করা হয়েছে। যদিও সাহুর পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই মিথ্যা। আগের মতোই তিনি পস্কো প্রকল্পের বিরোধিতা চালিয়ে যাবেন বলেও এ দিন ফের স্পষ্ট জানিয়েছেন সাহু।
পুরনো খবর: নিয়ম-রাজার হাতে বেদান্ত-প্রকল্পের ভাগ্য
|
অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৌবাজারের বিপণিতে নয়া প্রকল্প আনল দত্ত গিনি প্যালেস। আজ রবিবার এবং সোমবার কেনাকাটায় মিলবে উপহার। সোনার গয়নার মজুরিতে ২০% ও হিরের গয়নার মজুরিতে ৫০% ছাড়ের সুযোগও এনেছে সংস্থা। বিয়ের মরসুমের জন্যও নয়া গয়নার সম্ভার এনেছে তারা।
|
অজিত গুলাবচাঁদ নির্মাণ শিল্পের জন্য গড়া কন্সট্রাকশন স্কিলস ডেভেলপ -মেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হলেন। |