|
|
|
|
টুকরো খবর |
লুপাস-সচেতনতায় পদযাত্রা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শুধু শরীরের বিভিন্ন গ্রন্থিই নয়, হার্ট, কিডনি, ফুসফুস এমনকী মস্তিষ্ককেও বিকল করে দিতে পারে যে বাত, তার নাম সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বা লুপাস। ১৫ থেকে ৪৫ যে বয়সে মানুষ বেশি কর্মক্ষম থাকেন, এই রোগ হানা দেয় তখনই। অথচ এ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম। শুক্রবার, বিশ্ব লুপাস দিবসে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রায় অংশ নেন চিকিত্সক, রোগী, তাঁদের পরিজন এবং এই রোগ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা। এসএসকেএম হাসপাতালের রিউম্যাটোলজি বিভাগের প্রধান চিকিত্সক অলোকেন্দু ঘোষ জানান, এসএসকেএমের রিউম্যাটোলজি বিভাগে এই রোগের চিকিত্সার ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, “জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, রক্তাল্পতার মাধ্যমে রোগটি প্রথম ধরা পড়ে। রোগের আক্রমণ হার্টে হলে বুক ধড়ফড়, মস্তিষ্কে হলে খিঁচুনি, কিডনিতে হলে রক্তাল্পতা বা পা ফোলার মতো উপসর্গ দেখা দেয়। রোগের চিকিত্সা শুরু হতে দেরি হলে বিপদের আশঙ্কা থাকে। তাই দ্রুত রোগ নির্ণয়ের উপরেই আমরা জোর দিই।” লুপাস নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থাও রয়েছে এসএসকেএমে।
|
ক্যানসারে প্রথম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
|
পটনায় ক্যানসার সচেতনতামূলক অনুষ্ঠানের সূচনায় শত্রুঘ্ন সিনহা। পিটিআইয়ের তোলা ছবি। |
সাম্প্রতিক এক গবেষণায় জানা গেল জরায়ুমুখ ক্যানসারে ভারতই এগিয়ে। দেশে প্রতি বছর ৭৩ হাজার মহিলার মৃত্যুর কারণ এই জরায়ুমুখ ক্যানসার। সমীক্ষাটি করেছে এক মার্কিন বেসরকারী সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে গবেষণাটি করেছেন বলে দাবি গবেষকদের। |
|
|
|
|
|